Nadia: স্কুলের ঘণ্টা চুরি করে নিয়ে পালাল চোর! কারণ জানলে অবাক হবেন
Nadia: চোরেরা বাদ দিচ্ছে না শিক্ষাঙ্গনকেও। স্কুল থেকে চুরি করে নিয়ে যাচ্ছে স্কুলের ঘণ্টা ও কম্পিউটার থেকে সিসি টিভির হার্ডডিস্ক। খবর পেয়ে ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

নদিয়া: একটা ক্লাস শেষ হয়ে গিয়েছে। এবার ঘণ্টা বাজাতে হবে। স্কুলের শিক্ষাকর্মী গিয়েছেন ঘণ্টা বাজাতে! কিন্তু ঘণ্টা কই! খোঁজ পড়ল স্কুলে। কিন্তু কোত্থাও কিছু নেই। বোঝা গেল, চুরি গিয়েছে স্কুলের ঘণ্টা। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া গেটে সম্মিলনী হাইস্কুলে ঘণ্টা চুরি করে নিয়ে পালাল চোর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। দুশ্চিন্তায় শিক্ষক থেকে পড়ুয়ারা।খবর পেয়ে ঘণ্টা উদ্ধারে তদন্তে পুলিশ।
চোরেরা বাদ দিচ্ছে না শিক্ষাঙ্গনকেও। স্কুল থেকে চুরি করে নিয়ে যাচ্ছে স্কুলের ঘণ্টা ও কম্পিউটার থেকে সিসি টিভির হার্ডডিস্ক। খবর পেয়ে ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সকালে স্কুলে এসে শিক্ষকরা দেখতে পান অফিস ঘরের তালা ভেঙে কম্পিউটার-সহ একাধিক চুরির হয়ে গিয়েছে। কম্পিউটার ঘণ্টা-সহ একাধিক জিনিস চুরি হয়ে গিয়েছে। এমন কি নিরাপত্তার জন্য স্কুলে লাগানো হয়ে ছিল সিসিটিভি।
সেটি ও খুলে নিয়ে যায় চোরের দল। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এ প্রসঙ্গে স্কুলের পরিচালন সমিতির সভাপতি তপন বিশ্বাস বলেন, “হেড স্যরের ঘরেও কিছু জিনিস চুরি গিয়েছে। একটা কম্ফিউটার চুরি গেছে। তবে স্কুলের ঘণ্টা চুরি যাবে, এটা কখনও ভাবিনি। সিসিটিভি ক্যামেরা নিয়েও চলে গিয়েছে, তার কেটে।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকদেব বিশ্বাস বলেন, “সিসিটিভি বসানো হয়েছিল নিরাপত্তার স্বার্থে। যারা চুরি করেছে, সিসিটিভির তার কেটেই নিয়ে গিয়েছে। মেশিনের হার্ডডিস্কও খুলে নিয়ে গিয়েছে। যারা করেছে তারা যথেষ্ট এসব কাজে অভিজ্ঞ। ”

