Nadia: স্ত্রীকে পরতে বলেন শাখা-সিঁদুর! কার কথায় কাজল শেখ বদলে ফেললেন ধর্ম?
Nadia: TV9 বাংলার কাছে বিস্ফোরক স্বীকারোক্তি কৃষ্ণগঞ্জের বাংলাদেশির। হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল কেন্দ্র। আর কেন্দ্রের এই আশ্বাসকেই হাতিয়ার করছেন বাংলাদেশিদের একাংশ। অভিযোগ উঠছে তেমনই। ধর্ম পরিবর্তনকারী বাংলাদেশির বক্তব্য, "বাংলাদেশে কাজ নেই, তাই এদেশে এসেছি।"

নদিয়া: ছিলেন কাজল শেখ, হয়ে গেলেন সাগর বিশ্বাস। আর নেপথ্যে এক দালাল। ভারতের ভোটার হতে গিয়ে নামই পাল্টে ফেললেন এই ব্যক্তি। নদিয়ার কৃষ্ণগঞ্জে TV9 বাংলার অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধর্ম বদলে তিনি হিন্দু হয়েছেন। ভোটার কার্ড পেতে দালালের কথাতেই স্ত্রীকে পরতে বাধ্য করেন শাখা সিঁদুর। TV9 বাংলার কাছে বিস্ফোরক স্বীকারোক্তি কৃষ্ণগঞ্জের বাংলাদেশির। হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল কেন্দ্র। আর কেন্দ্রের এই আশ্বাসকেই হাতিয়ার করছেন বাংলাদেশিদের একাংশ। অভিযোগ উঠছে তেমনই। ধর্ম পরিবর্তনকারী বাংলাদেশির বক্তব্য, “বাংলাদেশে কাজ নেই, তাই এদেশে এসেছি।”

TV9 বাংলার সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওই বাংলাদেশি বললেন, “আমার বাংলাদেশে নাম ছিল কাজল শেখ, পশ্চিমবঙ্গে এসে নাম হয়েছে সাগর বিশ্বাস। এটা আসলে হিন্দু রাষ্ট্র, ভোটের তালিকায় নাম তুলতে পারছি না। ও (দালাল) বলল, হিন্দু নাম দিলে, ভোটার তালিকায় নামটা তুলতে পারবে। দালালে যা বলল, তাই করেছি। আমার স্ত্রীও এখানে এসে শাখা সিঁদুর পরে। আমরা এখন হিন্দুই হয়ে গিয়েছি। ”
দুই রাষ্ট্রের অস্থির পরিস্থিতির পর থেকেই ভারত থেকে বাংলাদেশিদের তাঁদের দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই সূত্রেই বাংলার সীমান্তবর্তী একাধিক জেলায় বহু অনুপ্রবেশকারীর খোঁজ মিলছে। তাঁরা কোনও না কোনওভাবে কাঁটা তার পেরিয়ে, অবৈধ নথি নিয়ে এদেশে ঢুকেছেন। তাঁদের অনেকে এদেশের নাগরিকও হয়েছেন। তবে এভাবে ভারতের নাগরিকত্ব পেতে মুসলিম থেকে হিন্দু হওয়ার নজির খুব একটা মেলেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

