Nadia: বাড়ির পিছনে প্লাস্টিকের বস্তা, বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার
Nadia: কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা হরিপাল নির্বাচনের সময় বিজেপির হয়ে প্রচার করেছিলেন। তাঁর অভিযোগ, রানাঘাট লোকসভা কেন্দ্রে তিনি যাতে বিজেপির হয়ে প্রচার না করেন, তার জন্য হুমকি দেওয়া হচ্ছিল।
নদিয়া: আবারও বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নলুপুর গ্রামের ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম। একটি বস্তার মধ্যে প্রায় ৮ থেকে ১০ টি বোমা রয়েছে হলে অনুমান পুলিশের। বিজেপি কর্মীর বাড়ির পেছন থেকে বোমা উদ্ধার হয়। নির্বাচনে প্রচারের কাজ করেছিল তাই চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি এই বিজেপি কর্মীর।
সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা হরিপাল নির্বাচনের সময় বিজেপির হয়ে প্রচার করেছিলেন। তাঁর অভিযোগ, রানাঘাট লোকসভা কেন্দ্রে তিনি যাতে বিজেপির হয়ে প্রচার না করেন, তার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। এরপরও তিনি নির্বাচনী প্রচার করেন। রবিবার সকালে তাঁর বাড়ির পেছন দিকে পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের বস্তায় বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়। পুলিশকে খবর দেন তাঁরা।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপির হয়ে নির্বাচনে কাজ করেছিলেন, তাই তাঁকে চক্রান্ত করে ফাঁসাতেই এই পরিকল্পনা করেছে তৃণমূল। পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোটের আবহে প্রচারের আলোয় থাকতেই মিথ্যা অভিযোগ করছে বিজেপি।