AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: চলছে অবিরাম ধরপাকড়, নদিয়ায় আবারও জালে চার বাংলাদেশি

Nadia: ভারতীয় দালালদের সহায়তায় এরা প্রায় ৬ বছর আগে ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করে।তারপর আমেদাবাদে চলে যায় এই সকল বাংলাদেশি নাগরিকরা। পেহেলগাও হত্যাকাণ্ডের পর দেশের নিরাপত্তার কারণে বেআইনি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Nadia: চলছে অবিরাম ধরপাকড়, নদিয়ায় আবারও জালে চার বাংলাদেশি
তাহেরপুর থানাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2025 | 3:02 PM
Share

নদিয়া: আবার চার বাংলাদেশিকে গ্রেফতার করল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ধানতলা থানা ও তাহেরপুর থানার পুলিশ। প্রায় প্রতিদিনই বাংলাদেশি গ্রেফতারের অভিযান চলেছে নদিয়া জেলা পুলিশের।এই মাসেই গ্রেফতারের সংখ্যা প্রায় শতাধিক। চলতি বছরেই প্রায় ৫০০ বেশি বাংলাদেশিকে গ্রেফতার করেছে নদিয়া জেলা পুলিশ। ধানতলা থানার সীমান্ত পার হয়ে অবৈধ কার্যকলাপের অভিযোগে এই ৩ জন বাংলাদেশি আটক করে জিজ্ঞাসা করে এবং তাঁদেরকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাহেরপুর থানায় এলাকায় থেকে আরেক বাংলাদেশকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর,ভারতীয় দালালদের সহায়তায় এরা প্রায় ৬ বছর আগে ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করে।তারপর আমেদাবাদে চলে যায় এই সকল বাংলাদেশি নাগরিকরা। পেহেলগাও হত্যাকাণ্ডের পর দেশের নিরাপত্তার কারণে বেআইনি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ফলে তারা আবার দেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন।তারা অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ধনতলা থানা এলাকায় পৌঁছায়।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ এই অনুপ্রবেশকারী ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। বুধবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় দত্তফুলিয়ার মনসাহাটি এলাকায় আত্মগোপন করে ছিল এই তিন বাংলাদেশি নাগরিক। আর এর পরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে মনসাহাটি এলাকায়। ধৃতদের মধ্যে ৩ জনই পুরুষ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রায় ৬ বছর আগে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে আমেদাবাদে ছিল। বুধবার ভোর রাতে দত্তপুলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার উদ্দেশ্যে তারা মনসাহাটি এলাকায় এসে আত্মগোপন করে ছিল।পুলিশ তাঁদেরকে আটক করে জিজ্ঞাসা করা শুরু করে। বৈধ কাগজপত্র না থাকায় আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা শুরু করে এবং তাদের গ্রেফতার করে।বৃহস্পতিবার ধানতলা ও তাহেরপুর থানার পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।