Nadia: কৃষিকাজ করেন, এলাকার প্রতিপত্তিশালী হিসাবেই পরিচিত, তাঁরই কিনা…
Nadia: এর আগে পাসপোর্ট কাণ্ডে নাম উঠে এসেছিল দিব্যেন্দু রায় নামে এক ব্যক্তির। জানান, দুলাল একটি ফটো স্টুডিও এবং সাইবার ক্যাফে চালান। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে পাসপোর্ট বানানোর অভিযোগ ওঠে।

নদিয়া: অনুপ্রবেশকারী ও জাল পাসপোর্ট মামলায় রবিবার সকাল হতেই ফের চাকদহের তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দিব্যেন্দু রায়ের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির তিন আধিকারিক যান। জানা গিয়েছে, পাসপোর্ট জালিয়াত কাণ্ডে নাম উঠে আসাতেই এই অভিযান।
এর আগে পাসপোর্ট কাণ্ডে নাম উঠে এসেছিল দিব্যেন্দু রায় নামে এক ব্যক্তির। জানান, দুলাল একটি ফটো স্টুডিও এবং সাইবার ক্যাফে চালান। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে পাসপোর্ট বানানোর অভিযোগ ওঠে। সাম্প্রতিক সময়ে এই একই অভিযোগে চাকদহে ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নেতাজি বাজার শিবপুর ইন্দ্র ভূষণ হালদার ওরফে দুলাল হালদারের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই দুলাল হালদারের ভাগ্নে দিবেন্দু রায় বলে জানা যায়।
দীর্ঘ সাত ঘণ্টা বাড়িতে বসে পরিবারকে জিজ্ঞাসাবাদ, তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এই মামলায় মনোজ গুপ্তা ও নদিয়ার মদনপুরে ধীরেন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ইডি। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে অলক নাথের নাম। তাঁকেও সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছ থেকে উঠে আসে দুলালের নাম।
এলাকায় দুলাল বেশ প্রতিপত্তিশালী হিসাবেই পরিচিত। জমি জায়গার রয়েছে। কৃষি কাজ করেন তিনি। তবে এই কাজের সঙ্গে যুক্ত তা জানা ছিল না এলাকার মানুষের।

