AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: বাইক ছুটছে, লাইভ চলছে, দৃশ্যপটে সাইকেলের ‘এন্ট্রি’! মৃত্যুর পরের ছবিও ধরা থাকল মোবাইলে

Nadia: তেহট্ট থানার দক্ষিণ জিতপুর এলাকার বাসিন্দার ৩০ বছরের নির্মল বৈরাগ্য তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বেতাই বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় মোটরবাইকের মাঝে বসে থাকা এক যুবক মোবাইল ক্যামেরায় লাইভ করছিলেন।

| Edited By: | Updated on: Dec 16, 2023 | 2:42 PM
Share

নদিয়া: মোবাইলে লাইভ অন্। একটা অন্ধকার রাস্তা। বাইক ছুটছে। তিন বন্ধু বাইকে। কারোর মাথাতেই হেলমেট নেই। মোবাইল একজনের হাতে ধরা। কালো অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে ছুটছিল বাইক। লাইভের প্রাসঙ্গিকতা কী, তা হয়তো বোঝা যায়নি। তবে সেই লাইভের ধরা রইল তাঁদের এক বন্ধুর জীবনের শেষ দৃশ্য। বাইকের সামনে উল্টো দিক থেকে আসা এক সাইকেলের ধাক্কা। আর সবটা শেষ! ঘটনাস্থলে মৃত্যু এক জনের।  আহত তিন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ২ জন। ঘটনাটি ঘটে নদিয়ার তেহট্ট থানার বেতাই বাজারে। মৃত যুবকের নাম নির্মল বৈরাগ্য।

সূত্রের খবর, তেহট্ট থানার দক্ষিণ জিতপুর এলাকার বাসিন্দার ৩০ বছরের নির্মল বৈরাগ্য তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বেতাই বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় মোটরবাইকের মাঝে বসে থাকা এক যুবক মোবাইল ক্যামেরায় লাইভ করছিলেন। বেতাই বাজার এলাকায় এটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অপরদিক থেকে আসা এক সাইকেলে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান আরোহীরা।

বাইকের ধাক্কায় গুরুতর জখম হন সাইকেল আরোহী। তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট হাসপাতালে। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় বলে জানা যায়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে শক্তিনগর জেলা হাসপাতালে, অপরজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও সাইকেলটি বাজেয়াপ্তা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, “আসলে বাইকে যাঁরা বসেছিলেন. তাঁদের মধ্যে একজন লাইভ করছিলেন। লাইভ চলাকালীনই অন্য মনস্ক হয়ে পড়েছিলেন বাইক চালক। উল্টোদিক থেকে হঠাৎ করে একটি সাইকেল চলে হাত কাঁপতে শুরু করে বাইক চালকের। বাইক থেকে ছিটকে পড়ে যান তাঁরা।”