Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ১ ঘণ্টার মধ্যেই ১০০ টাকার রিচার্জ! নতুন ইলেকট্রিক মিটারে সমস্যা গ্রাহকরা

Nadia: হঠাৎ করে বাড়িতে কয়েকজন এসে তাদের মিটার বদল করে চলে যায়। এরপরেই শুরু হয় বিভিন্ন সমস্যা। স্মার্ট মিটারের নিয়ম অনুযায়ী মোবাইল রিচার্জের মত আগে টাকা রিচার্জ করতে হবে। ন্যূনতম রিচার্জের পরিমাণ ১০০ টাকা।

Nadia: ১ ঘণ্টার মধ্যেই ১০০ টাকার রিচার্জ! নতুন ইলেকট্রিক মিটারে সমস্যা গ্রাহকরা
বিদ্যুৎ দফতরে বিক্ষোভImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 6:15 PM

নদিয়া:  নির্দেশিকা ছাড়াই বাড়িতে পাল্টানো হয়েছে ইলেকট্রিক মিটার। নতুন স্মার্ট মিটারে কীভাবে বিদ্যুৎ বিল আসছে বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা। একাধিকবার দপ্তরে জানিয়ে কোনও লাভ হয়নি। অবশেষে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ডাকঘর বিদ্যুৎ অফিসের। গোটা শান্তিপুর এলাকা জুড়ে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিদ্যুৎ মিটার পরিবর্তনের কাজ। গ্রাহকদের অভিযোগ, তাঁদের এ বিষয়ে বিদ্যুৎ দফতরের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।

হঠাৎ করে বাড়িতে কয়েকজন এসে তাদের মিটার বদল করে চলে যায়। এরপরেই শুরু হয় বিভিন্ন সমস্যা। স্মার্ট মিটারের নিয়ম অনুযায়ী মোবাইল রিচার্জের মত আগে টাকা রিচার্জ করতে হবে। ন্যূনতম রিচার্জের পরিমাণ ১০০ টাকা। সেই ১০০ টাকা রিচার্জ করলে কখনও দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ কত বিদ্যুৎ ব্যয় হল, আর কী হিসাবে টাকা কাটছে সেটাই বুঝে উঠতে পারছে না গ্রাহকরা।

কোনও উপায় না পেয়ে বিদ্যুৎ দফতরে গিয়ে স্টেশন ম্যানেজারের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে পুরনো যে মিটার ছিল সেই মিটার চালু করতে হবে। এ বিষয়ে শান্তিপুর বিদ্যুৎ স্টেশন ম্যানেজার মানিক তপন কুমার সাঁতরা বলেন,  “সম্পূর্ণ বিদ্যুৎ দফতরে নিয়ম অনুযায়ী মিটার পরিবর্তন করা হয়েছে। তবে যে সমস্যার কথা কেউ কেউ বলছেন, তা  আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত এবং যে নির্দেশিকা জারি করবে সে অনুযায়ী আমরা কাজ করব।”