Nadia: ঘরে ছিলেন ভাইপো, ভাইয়ের বউ, খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
Nadia: শান্তিপুর স্টেশন ঢাকাপাড়া এলাকায় সুদীপের ভাই সপরিবারে থাকেন। অভিযোগ, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সুদীপ তাঁর ভাইয়ের বাড়িতে চড়াও হন। সেসময়ে বাড়িতে ছিলেন ভাইয়ের বউ, ভাইপো
নদিয়া: শান্তিপুরে এক নাবালকের খুনের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা। শান্তিপুর থানা এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে তাঁর নিজের নাবালক ভাইপোকে খুনের চেষ্টার অভিযোগ ওঠাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সুদীপ বিশ্বাস নামে এলাকারই এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শান্তিপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ বিশ্বাসের সঙ্গে তাঁর ভাইয়ের পরিবারের সমস্যা ছিল। মাঝেমধ্যেই দু’পরিবারের মধ্যে অশান্তি হত। সুদীপ বিশ্বাস নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর ভাই ও ভাইয়ের বউকে নিয়মিত মারধর করেন। কিন্তু কী কারণে মারধর করেন, সে বিষয়টি নিয়ে পরিবারের কেউ স্পষ্ট করে কিছু জানাননি।
শান্তিপুর স্টেশন ঢাকাপাড়া এলাকায় সুদীপের ভাই সপরিবারে থাকেন। অভিযোগ, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সুদীপ তাঁর ভাইয়ের বাড়িতে চড়াও হন। সেসময়ে বাড়িতে ছিলেন ভাইয়ের বউ, ভাইপো। কিছু নিয়ে তাঁদের মধ্যে অশান্তি হয়। সুদীপ তাঁর ভাইয়ের বউ ও ছেলেকে মারধর করতে থাকেন বলে অভিযোগ। পরিস্থিতি এমন হয়, যে স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁদের উদ্ধার করেন।
হাসপাতালে চিকিৎসা করিয়ে সুদীপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক সুদীপ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, এটা পারিবারিক বিষয়, দলের কোনও ব্যাপার নেই।