Nadia: তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী সিভিক ভলেন্টিয়রকে ধারাল অস্ত্রের ‘কোপ’

Nadia: গত পঞ্চায়েত নির্বাচনের তাসরি তৃণমূল দলের প্রার্থী ছিলেন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী তকবিরা বিবির স্বামী শাকিব শেখের ভোটের পর মৃত্যু হয়। শাকিব শেখের পরিবারের দাবি,   ষড়যন্ত্র করে কবিরাজি ওষুধ খাইয়ে শাকিব শেখ হত্যা করা হয়েছে।

Nadia: তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী সিভিক ভলেন্টিয়রকে ধারাল অস্ত্রের 'কোপ'
হাসপাতালে আক্রান্তের পরিজনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2024 | 12:48 PM

নদিয়া:  তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী সিভিক ভলেন্টিয়রকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ। শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েতের সগুনা এলাকার ঘটনা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ওই সিভিক ভলেন্টিয়র চিকিৎসাধীন। রাজনৈতিক বিবাদের কারণেই তাঁকে ধারাল অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওই ভলেন্টিয়ার্সের।

আক্রান্তের দাবি,  গত পঞ্চায়েত নির্বাচনের তাসরি তৃণমূল দলের প্রার্থী ছিলেন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী তকবিরা বিবির স্বামী শাকিব শেখের ভোটের পর মৃত্যু হয়। শাকিব শেখের পরিবারের দাবি,   ষড়যন্ত্র করে কবিরাজি ওষুধ খাইয়ে শাকিব শেখ হত্যা করা হয়েছে। আর সেই সন্দেহের তির বর্তমান গয়েশপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী শরিয়ত মণ্ডলের ওপর গিয়ে পড়ে।

শরিয়ত মণ্ডল শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার্সে কর্মরত। আক্রান্তের দাবি, সন্দেহবশতই তাঁকে ফোন করে ডেকে  হামলা চালানো হয়েছে। এক্ষেত্রে নির্দল প্রার্থীর পরিবারের বিরুদ্ধেই অভিযোগ। সিভিক ভলেন্টিয়ার্সের পরিবারের দাবি, বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না মেলায় নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আর সেই নির্বাচনেই সিভিক ভলেন্টিয়ার্সের স্ত্রী ইসমাতারা বিবির কাছে ভোটের পরাজয় হয়। আর তারপর থেকেই ক্ষোভ বাড়ে ওই পরিবারের উপর। নির্দল প্রার্থীর পরিবার অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।