AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: মুর্শিদাবাদে অশান্তির মধ্যেই নদিয়া থেকে পাকড়াও এরা, উদ্দেশ্য জানলে চমকে যাবেন

Nadia: পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্ত গত একমাস আগে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পরেছে, তারা এ দেশে কাজের খোঁজে এসেছিলেন।

Nadia: মুর্শিদাবাদে অশান্তির মধ্যেই নদিয়া থেকে পাকড়াও এরা, উদ্দেশ্য জানলে চমকে যাবেন
অভিযুক্ত দু'জনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 1:53 PM
Share

নদিয়া: ওয়াকফ আইনের প্রতিবাদে তপ্ত রাজ্য। অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে মুর্শিদাবাদে। বাড়ি-ঘর-দোকানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্দেহ করা হচ্ছে এই ঘটনার পিছনে বাংলাদেশি মৌলবাদীদের হাত নেই তো! এই পরিস্থিতির মধ্যেই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। সীমান্তের এক দালালের বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে দুই বাংলাদেশিকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানা এলাকায়। ধৃতদের পুলিশ আজ রানাঘাট আদালতে পেশ করেছে।

পুলিশ সূত্রে খবর, একমাস আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন এই দুই বাংলাদেশি। এরপর ফের নিজের দেশে ফিরে যেতে চান তাঁরা। সেই মতো নিচ্ছিলেন প্রস্তুতি। আর তখনই পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত দু’জন। আজ তাঁদের রানাঘাট আদালতে তোলা হয়। গ্রেফতার দুই অভিযুক্ত নাম সাজু মিয়া এবং সমসিদা খাতুন। অভিযুক্তরা বাংলাদেশের মেঘনা এবং কক্সবাজার জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্ত গত একমাস আগে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা এ দেশে কাজের খোঁজে এসেছিলেন। পাশাপাশি ভারতের এক দালালের দ্বারা তাঁরা বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। তবে যে দালালের মাধ্যমে অভিযুক্তরা ভারতে প্রবেশ করেছিল, তিনি চম্পট দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছে ধানতলা থানার পুলিশ।