Nadia: মুখ্যমন্ত্রীর সভা শেষ হতেই হাউমাউ কান্না মহিলাদের, এমনটা হবে কেউ আঁচও করতে পারেনি

Nadia: মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার সময়ই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, 'তৃণমূল চোরের দল। এই দলের সবাই চোর।' তৃণমূলের দাবি হাজার হাজার মানুষের মধ্যে এই ঘটনা ঘটলে কিছু করার থাকে না। তবে ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহা।

Nadia: মুখ্যমন্ত্রীর সভা শেষ হতেই হাউমাউ কান্না মহিলাদের, এমনটা হবে কেউ আঁচও করতে পারেনি
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 11, 2025 | 8:23 PM

নদিয়া: মুখ্যমন্ত্রীর জনসভায় এসে বিপাকে পড়লেন একাধিক মহিলা। খোয়া গেল সোনার চেন। সভা-শেষে হাউমাউ করে কেঁদে ফেললেন মহিলারা। তাঁদের অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটে দেখে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল। প্রথমে তিনি ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধন করেন। এরপর সরাসরি জনসভার মঞ্চে উপস্থিত হন। সেখানে প্রায় এক ঘণ্টার উপর বক্তব্য রাখেন তিনি। তারপরই দেখা যায় এই কাণ্ড!

জনসভা শেষে যখন সকলেই বাড়ি ফিরে গিয়েছেন এবং সভামঞ্চ প্রায় ফাঁকা, তখনই দেখা যায় বেশ কয়েকজন মহিলা হাউমাউ করে কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞাসা করতেই তাঁরা জানান তাঁদের গলার সোনার চেন ছিনতাই হয়ে গিয়েছে। একজন নয়, এরপর দেখা যায় পরপর তিন জন মহিলা একই অভিযোগ তোলেন। জানা যায়, তাঁরা প্রত্যেকে নদিয়ার করিমপুর ব্লকের থানার পাড়া থানা এলাকা থেকে এই কর্মসূচিতে এসেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার সময়ই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, ‘তৃণমূল চোরের দল। এই দলের সবাই চোর।’ তৃণমূলের দাবি হাজার হাজার মানুষের মধ্যে এই ঘটনা ঘটলে কিছু করার থাকে না। তবে ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহা। তিনি বলেন, “আমরা চাই প্রশাসন তদন্ত করে যাতে ওই সোনার হারগুলি উদ্ধার করুক। সেগুলি যাতে ফেরত দেওয়া যায়, সেই ব্যবস্থা করছে প্রশাসন।” তদন্ত শুরু করেছে পুলিশ।