Santipur: BJP নেত্রীকে যৌন ইঙ্গিত, অশ্লীল ভাষা, রেস্তোরাঁয় ডিনারে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা
Nadia: নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত বিজেপির পঞ্চায়েত সদস্য শনিবার রাতে ডিনার করার জন্য তাঁর স্বামীকে নিয়ে ফুলিয়া স্টেশন সংলগ্ন একটি রেস্তোরাঁয় আসেন।

নদিয়া: রাতে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। অভিযোগ সেখানেই যৌন হেনস্থার শিকার বিজেপির মহিলা জনপ্রতিনিধি। একজন মহিলা জনপ্রতিনিধি হয়েও যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মহিলারা কোন ভরসায় বাড়ির বাইরে বের হবেন? তা নিয়েই প্রশ্ন তুলছেন তাঁরা।
নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত বিজেপির পঞ্চায়েত সদস্য শনিবার রাতে ডিনার করার জন্য তাঁর স্বামীকে নিয়ে ফুলিয়া স্টেশন সংলগ্ন একটি রেস্তোরাঁয় আসেন। এসে দেখেন চার যুবক সেখানে বসে রয়েছেন। ওই মহিলা জনপ্রতিনিধিকে সেখানে বসিয়ে রেখে পাশের একটি দোকানে থেকে জল কিনতে যায় তার স্বামী। ঠিক তখনই ওই মহিলাকে দেখে অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকে অভিযুক্ত ওই চার যুবক। শুধু তাই নয়, ওই মহিলাকে দেখে যৌন অঙ্গভঙ্গি দেখাতে শুরু করেন অভিযুক্তরা।
অভিযোগ, তাঁর স্বামী রেস্তোরাঁর বাইরে যাওয়ার সুযোগ পেয়ে এমনকী ওই মহিলার গায়ে হাতও দেয় অভিযুক্তরা। এরপর স্বামী ঘটনাস্থলে ফিরে আসলে বিষয়টি জানালে তার স্বামীর প্রতিবাদ করতে গেলে মারধর করেন অভিযুক্ত যুবকরা। এরপর চরম আতঙ্কে কোনও রকম ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে ওই জনপ্রতিনিধি এবং তাঁর স্বামী। শান্তিপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে অভিযুক্তদের রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
বিজেপি নেত্রী বলেন, “আমরা শপিং করতে গিয়েছিলাম। রাত হয়ে গিয়েছিল অনেকটা। সেই সময় রেস্তোরাঁয় খেতে ঢুকি। তখন চারটে ছেলে মদ্যপ অবস্থায় বসেছিল। আমার স্বামী কোল্ডড্রিঙ্ক-জলের বোতল আনতে গিয়েছিলেন। সেই সময় আমাকে উদ্দেশ্য করে নোংরা কথা বলছিল। আমার গায়ে হাত দেয়। আমার স্বামী এসে প্রতিবাদ করতেই তাকেও মারধর করে।”

