Krishnanagar: বাজছে জগদ্ধাত্রীর বির্সজনের বাদ্যি, সেই সময় ক্লাবের ভিতর আর্ত চিৎকার, আগুনে ঝলসে মৃত্যু ব্যক্তির

Krishnanagar: মৃতের নাম দিলীপ রায় (৫২)। স্থানীয় সূত্রে খবর, 'আমরা সবাই' ক্লাবের দোতলায় আচমকা আগুন লেগে যায়। ঘরের ভিতর ব্যাটারি ও অন্যান্য সামগ্রী মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। এরপর ঘরের মধ্যে ধোঁয়া দেখে অন্যান্য সদস্যরা গিয়ে দেখেন ওখানেই ক্লাবের সদস্য দিলীপবাবু অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন।

Krishnanagar: বাজছে জগদ্ধাত্রীর বির্সজনের বাদ্যি, সেই সময় ক্লাবের ভিতর আর্ত চিৎকার, আগুনে ঝলসে মৃত্যু ব্যক্তির
আগুনে ঝলসে গেলেন ব্য়ক্তিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2024 | 11:44 PM

কৃষ্ণনগর: নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। একদিকে যখন জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের শোভাযাত্রা উপলক্ষে চারিদিকে নাচ-গান চলছে। সেই সময় আগুনে ঝলসে গেলেন এক ব্যক্তি। প্রাণ বাঁচাতে আর্ত চিৎকার। তবে শেষ রক্ষা হল না। মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের বৌবাজার এলাকার হুগলিতলায়।

মৃতের নাম দিলীপ রায় (৫২)। স্থানীয় সূত্রে খবর, ‘আমরা সবাই’ ক্লাবের দোতলায় আচমকা আগুন লেগে যায়। ঘরের ভিতর ব্যাটারি ও অন্যান্য সামগ্রী মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। এরপর ঘরের মধ্যে ধোঁয়া দেখে অন্যান্য সদস্যরা গিয়ে দেখেন ওখানেই ক্লাবের সদস্য দিলীপবাবু অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়।

এ দিকে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল আধিকারিকরা। দুটি ইঞ্জিন পৌঁছয় সেখানে। তবে আগুন কীভাবে লাগল তা জানা যায়নি। উত্তম নামে ক্লাবের আরও এক সদস্য বলেন, “ক্লাবের সদস্য ও। ওইখানেই ও থাকে। আগুন ধরে যায়। আগুনে পুড়ে মারা গেল। পারলাম না বাঁচাতে। কোনও ভাবেই পারলাম না।”