Suicide: প্রথম ষষ্ঠি, মেয়ে-জামাই আসবে বলে চলছিল প্রস্তুতি, একটা ফোনেই পায়ের তলার মাটি সরে গেল গোটা পরিবারের
Nadia:জানা গিয়েছে, এক মাস আগে প্রেম করে বাহাদুরপুরের দীপক দুর্লভকে বিয়ে করেছিলেন লক্ষ্মী সর্দার। দুই বাড়ির মত নিয়ে একে অপরকে বিয়ে করেন তাঁরা। পরিবারের দাবি, ষষ্ঠীর জন্য গতকাল রাতেও মেয়ের সঙ্গে কথা হয়েছে তাঁদের

নদিয়া: বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী। মেয়ে জামাই আসবে বলে শ্বশুরবাড়িতে চলছিল হই হুল্লোড়। জমিয়ে চলছিল রান্না। সেই সময় আচমকা মেয়ের শ্বশুরবাড়ি থেকে এল ফোন। মেয়ে নাকি আর নেই। আত্মহত্যা করেছেন। কথা শুনেই মা-বাবার পায়ের মাটি যেন সরে গেল। ঘটনাটি নদিয়ার ফুলিয়ার বাহাদুরপুর এলাকার।
জানা গিয়েছে, এক মাস আগে প্রেম করে বাহাদুরপুরের দীপক দুর্লভকে বিয়ে করেছিলেন লক্ষ্মী সর্দার। দুই বাড়ির মত নিয়ে একে অপরকে বিয়ে করেন তাঁরা। পরিবারের দাবি, ষষ্ঠীর জন্য গতকাল রাতেও মেয়ের সঙ্গে কথা হয়েছে তাঁদের। লক্ষ্মী নাকি তখন কথাও দিয়েছিলেন আসবে। সেই মতো প্রথম জামাইষষ্ঠীর তোড়জোড় শুরু করেন।
এরপর আজ সকালে খবর আসে লক্ষ্মী আত্মহত্যা করেছেন। শ্বশুরবাড়ির লোকজন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা বছর উনিশের গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মেয়ে আত্মহত্যা করল তা জানার চেষ্টা করলে উত্তর দিতে পারিনি গৃহবধূর শ্বশুরবাড়ি র সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

