Pujoy Pulse: ছোটরা দারুণ খুশি, পালসের গোলমোল খেয়ে বলছে, ‘রসগোল্লার বদলে এটা দিলেই হয়’

Pujoy Pulse 2025: পালসের ক্যান্ডি খেয়েই এক কিশোর বলেন, "বেশ ভাল খেতে তো। রসগোল্লার বদলে এটা দিলে ভাল হয়। আমাদের ছোটদের তো খুব ভাল লাগবে। পুজোয় থাকতেই হবে গোলমোল।" এক স্কুল পড়ুয়া গোলমোলের স্বাদ চেখে বলে, "এই প্রথমবার এমন কিছু খেলাম। পালসের আগে অনেক লজেন্স খেয়েছি, কিন্তু এটা প্রথম খেলাম। খুব ভাল লাগল।"

Pujoy Pulse: ছোটরা দারুণ খুশি, পালসের গোলমোল খেয়ে বলছে, রসগোল্লার বদলে এটা দিলেই হয়
পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গেল নদিয়ায়। Image Credit source: TV9 বাংলা

|

Sep 13, 2025 | 1:06 PM

নদিয়া: ঢাকে পড়ে গিয়েছে কাঠি। মহালয়ার আর বাকি মাত্র ৮টা দিন। তার আগেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পুজোর আমেজ পৌঁছে দিচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। পালস গোল কা মোল- নতুন স্বাদের ক্যান্ডি নিয়ে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ১২ সেপ্টেম্বর পুজোয় পালসের ক্যান্টর পৌঁছে গিয়েছিল নদিয়ায়। সেখানে গোলমোলের স্বাদ নিয়ে কী বললেন সাধারণ মানুষ?

পালসের ক্যান্ডি খেয়েই এক কিশোর বলেন, “বেশ ভাল খেতে তো। রসগোল্লার বদলে এটা দিলে ভাল হয়। আমাদের ছোটদের তো খুব ভাল লাগবে। পুজোয় থাকতেই হবে গোলমোল।”

আরেকজন বলেন, “গোল গোল তেঁতুলের মতো। দারুণ খেতে। একদম আসল তেঁতুল। রসগোল্লার বদলে বন্ধুদের হাতে একটা করে গোলমোল দিতে চাই। পকেটে থাকবে, বের করে দিয়ে দেব।”

এক স্কুল পড়ুয়া গোলমোলের স্বাদ চেখে বলে, “এই প্রথমবার এমন কিছু খেলাম। পালসের আগে অনেক লজেন্স খেয়েছি, কিন্তু এটা প্রথম খেলাম। খুব ভাল লাগল।”

পুজোয় পালসের ট্যাবলোতে থাকছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার।