Pujoy Pulse 2025: দুর্গাপুজোর আমেজে মেতে উঠুন, শুক্রবার কৃষ্ণনগরে থাকছে পুজোয় পালসের ট্যাবলো

Pujoy Pulse 2025: এবছর পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম, গোল কা মোল, গোলের মূল্য। প্রথম ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো।

Pujoy Pulse 2025: দুর্গাপুজোর আমেজে মেতে উঠুন, শুক্রবার কৃষ্ণনগরে থাকছে পুজোয় পালসের ট্যাবলো
পুজোয় পালসের ট্যাবলো ঘিরে দিকে দিকে উন্মাদনাImage Credit source: TV9 Bangla

Sep 12, 2025 | 10:39 AM

কৃষ্ণনগর: দুর্গাপুজো শুরুর আগে পুজোর আমেজ পেতে চান? সেই আমেজ এনে দিতেই টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাচ্ছে রাজ্যের কোণায় কোণায়। প্রতিদিন বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। আজ (শুক্রবার) নদিয়ার কৃষ্ণনগরের দুটি জায়গায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। যেখানে আপনি যেমন ঢাকের আওয়াজে মাতোয়ারা হতে পারবেন। তেমনই তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোলের স্বাদও নিতে পারবেন।

কখন কোথায় থাকবে পুজোয় পালসের ট্যাবলো?

এদিন প্রথমে পুজোয় পালসের ট্যাবলো পৌঁছবে কৃষ্ণনগরের শান্তিনগরে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেখানে থাকবে ট্যাবলো। এরপর তা পৌঁছে যাবে কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে। সেখানে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলোটি থাকবে। সাধারণ মানুষ এই সময়ের মধ্যে ট্যাবলোর সামনে ঢাকের আওয়াজে পুজোর আমেজ পাবেন। তেমনই তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল খেয়ে ছোটবেলার স্মৃতি মনে পড়তে পারে। ফলে নির্দিষ্ট সময়ে কৃষ্ণনগরের এই দুটি জায়গায় ঢুঁ মারতে পারেন আপনিও।

এবছর পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম, গোল কা মোল, গোলের মূল্য। প্রথম ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। পথচলতি মানুষজন ভিড় করছেন। পালস গোলমোল খেয়ে উচ্ছ্বসিত সবাই। শুধুই যে বাচ্চাদের ভাল লাগছে এমনটা নয়, পালসের স্বাদে বুঁদ বড়রাও। কেউ বলছেন, “অনেক ক্যান্ডি খেয়েছি। এর স্বাদ অতুলনীয়।” আবার কেউ বলছেন, এবার পুজোয় মুখে মুখে ঘুরবে এই ক্যান্ডি। এর স্বাদকে হার মানানো মুশকিল।