Pujoy Pulse 2025: কাঁথিতে ‘গোল-কা-মোলের’ কামাল, পৌঁছে গেল পুজোয় পালস সিজন থ্রি-র ট্যাবলো
Pujoy Pulse 2025: পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর কাঁথি। সেখানে তৃতীয় পর্বে নতুন রূপে ধরা ধরা দিল গোল-কা-মোল। উৎসুক জনতার ভিড় দেখা গেল পালসের গাড়ির ঘিরে। মুখে পালস পড়তেই টক, মিষ্টি মশলার ঝাঁঝ। তেঁতুলের টক-মিষ্টি স্বাদের গোলমোল খাওয়ার সঙ্গে চলল ক্যুইজ, রেজিস্ট্রেশন পর্ব।
পুজোর বাকি হাতে গোনা আর ক’টা দিন। পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে চলেছে টিভি৯ বাংলায় পুজোয় পালস সিজন থ্রি। গোল-কা-মোলের কামাল দেখাতে পাড়ায় পাড়ায় ঘুরছে পালসের ট্যাবলো। আর তা দেখেই মাতোয়ারা আট থেকে আশি। এরইমধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে চটপটা স্বাদের ইমলি ক্যান্ডি নিয়ে পৌঁছে গেল এবারের ট্যাবলো।
পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর কাঁথি। সেখানে তৃতীয় পর্বে নতুন রূপে ধরা ধরা দিল গোল-কা-মোল। উৎসুক জনতার ভিড় দেখা গেল পালসের গাড়ির ঘিরে। মুখে পালস পড়তেই টক, মিষ্টি মশলার ঝাঁঝ। তেঁতুলের টক-মিষ্টি স্বাদের গোলমোল খাওয়ার সঙ্গে চলল ক্যুইজ, রেজিস্ট্রেশন পর্ব আর কাঁথিবাসীও যেন পুজোর আগেই মেতে উঠল আগাম পুজোর আনন্দে।
একজন তো বললেন, অনেক ক্যান্ডি খেয়েছি এর স্বাদ অতুলনীয়। শুধুই যে বাচ্চাদের ভাল লাগছে এমনটা নয়, পালসের স্বাদে বুঁদ বড়রাও। অনেকেই বলছেন এবার পুজোয় মুখে মুখে ঘুরবে এই ক্যান্ডি। এর স্বাদকে হার মানানো মুশকিল। শহর কলকাতা তো বটেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই ঘুরছে পালসের ক্যান্টর।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

