
রানাঘাট: ক্যালেন্ডারের দিকে রোজ একবার অন্তত দেখা। আর কতদিন বাকি? প্রত্যেকটা দিন কাটে, আর আনন্দ বাড়তে থাকে। কারণ, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তবে পুজো শুরুর আগে দুর্গাপুজোর আমেজ এনে দিতে উদ্যোগী হয়েছে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডি। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাচ্ছে রাজ্যের কোণায় কোণায়। আজ (বুধবার) পুজোয় পালসের ট্যাবলো থাকবে নদিয়ার রানাঘাটের দুটি জায়গায়। জেনে নিন, কখন কোথায় থাকবে ট্য়াবলো।
এদিন প্রথমে পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাবে রানাঘাট কলেজের সামনে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এখানে থাকবে পুজোয় পালসের ট্যাবলোটি। সাধারণ মানুষ সেখানে দুর্গাপুজোর আমেজ পাবেন। রানাঘাট কলেজ থেকে পুজোয় পালসের ট্যাবলোটি পৌঁছে যাবে ফুলিয়া রঙ্গমঞ্চের সামনে। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে থাকবে ট্যাবলোটি। অর্থাৎ ৪ ঘণ্টা সাধারণ মানুষ দুর্গাপুজোর আমেজ পাবেন সেখানে। সঙ্গে রয়েছে পালস গোলমোল। তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল আপনাকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবে। ফলে পুজোর আগেই দুর্গাপুজোর আমেজ পেতে আপনাকে এদিন রানাঘাটের এই দুই জায়গায় পৌঁছে যেতে হবে।
এবছর পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম, গোল কা মোল, গোলের মূল্য। প্রথম ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। পথচলতি মানুষজন ভিড় করছেন। পালস গোলমোল খেয়ে উচ্ছ্বসিত সবাই।