
রানাঘাট: শুরু হয়ে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি। আর তার সঙ্গে এসে গিয়েছে ‘গোল কা মোল’। এই ‘পালস গোল মোল’ যেখানে, পুজোর মজা সেখানে। এবার পালসের ক্যান্টার ঘুরলো রানাঘাটে।
নদিয়ার রানাঘাটে ইতিমধ্যেই পৌঁছয় পালস। আর গাড়ি ঢুকতেই তুমুল হইচই। আর প্রচুর মানুষ জমালেন ভিড়। ছোট-বড়-যুবক-যুবতী সবাই ঘিরে ধরল গাড়িকে। তারপরই অংশগ্রহণ করেন প্রতিযোগিতায়। কে দেবেন সেরা উত্তর? সেই নিয়েই বাড়ছে উত্তেজনা।
এই পালস গোলমোল টক-মিষ্টি মেশানো তেঁতুলের স্বাদের বিশেষ ক্যান্ডি। যা চেখে দেখতে জমছে ভিড়ও। জড়ো হচ্ছে বহু পথচলতি জনতা। একজন বললেন, ‘গোলমোল নাম দেখে এগিয়ে এলাম। নাম একটু অন্যরকম। কিন্তু স্বাদ অসাধারণ।’ আরেক জন আবার বললেন, ‘এখন তেঁতুল তো আর খাওয়াই হয় না। এই ক্যান্ডিটার মাধ্য়মে আবার তেঁতুলের স্বাদ পেলাম বেশ ভাল লাগল।’
কিন্তু কেন এমন পালসের নাম? এই প্রশ্নের উত্তর কিন্তু পথচলতি মানুষও দিয়েছেন। একজন বললেন, ‘জীবন তো গোলই, আর আমাদের লক্ষ্য সেটাও তো একটা গোল। তাই হয়তো এমন নাম।’ ‘পালস’ বলছে, গোল বাঙালির ঐতিহ্য। গোল শুধুই একটা আকার নয়। মহিলাদের মাথার টিপ থেকে শুরু করে পুজোর থালা, ঢাক, সবই গোল। বাংলা ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে এই আকার মিশে। আর সেই ঐতিহ্যকেই তুলে ধরছে ‘পুজোয় পালস’।