নদিয়া : দল বদলে তৃণমূলে চলে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। প্রাক্তন বিজেপি নেতার ফুলবদলকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু, এই দলবদলের পর মাথায় হাত পড়েছে করিমপুরের এক ব্যবসায়ীর। ওই ব্যবসায়ীর কাছ থেকেই টিভি কিনেছিলেন জয়প্রকাশ। মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন এক বিজেপি কর্মী। বছর তিনেক কেটে গেলেও সেই টিভির টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ মৃগেন বিশ্বাস নামে ওই বিজেপি কর্মীর। তাঁর দাবি, এই কয়েক বছরে বঙ্গ বিজেপির শীর্ষস্তরের নেতাদেরকেও বিষয়টি জানিয়েছেন তিনি।তাতেও কাজ হয়নি। এমনকি জয়প্রকাশকে বারবার ফোন করা সত্ত্বেও পাওয়া যায়নি টাকা। আর এবার তো দল বদলে ফেলেছেন জয়প্রকাশ। ওই টাকার কী হবে, সেটাই ভেবে পাচ্ছেন না তিনি।
৩২ ইঞ্চির এলসিডি টিভি কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। ২০১৯-এ করিমপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন জয়প্রকাশ। সেই সময়ই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
মৃগেন বিশ্বাসের অভিযোগ, জয়প্রকাশ মজুমদার করিমপুর উপনির্বাচনের ফল প্রকাশের সময় দলীয় কার্যালয়ে বসানোর জন্য টিভি কিনে আনতে বলেছিলেন। পার্টি অফিসে বসে ফল প্রকাশে নজর রাখতেই ওই টিভি চেয়েছিলেন তিনি। করিমপুরের একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে ওই টিভিটি কেনা হয়। পরে পরাজয়ের পর টিভি নিয়ে কলকাতায় চলে যান জয়প্রকাশ মজুমদার ও তাঁর ছেলে যশ মজুমদার। কিন্তু সেই টিভির টাকা আর দেওয়া হয়নি ব্য়বসায়ী অথবা ওই বিজেপি কর্মীকে।
বিজেপি কর্মীর আরও অভিযোগ, করিমপুর ছেড়ে যাওয়ার সময় তিনি তাঁর ঘরের ও অস্থায়ী কার্যালয়ের সমস্ত মালপত্র নিয়ে যান জয়প্রকাশ মজুমদার। এরপর ওই মধ্যস্থতাকারী তাঁকে বারবার ফোন করে টাকা চেয়েছেন বলে দাবি। বিভিন্নভাবে বকেয়া টাকা দাবি করেন তিনি। এমনকি বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বের কাছে লিখিতভাবে টাকার বিষয়টি জানাতেও বাধ্য হন মৃগেন বিশ্বাস। এই ঘটনার পর জয়প্রকাশ মজুমদার বারবার তাঁকে আশ্বস্ত করলেও এখনও পর্যন্ত তিনি সেই টাকা পরিশোধ করেননি। মৃগেন বাবু জানিয়েছেন, রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষকে বিষয়টি জানিয়েছিলেন। পরে অমিতাভ চক্রবর্তীকে লিখিত আকারে পুরো বিষয়টা জানান। এরপর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পরও জয়প্রকাশের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ জানান তিনি। তাঁর দাবি, দলীয় কর্মসূচি সহ একাধিক কাজে বারবার করিমপুর আসা সত্ত্বেও টাকা দেননি জয়প্রকাশ।
বর্তমানে শাসক দলে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। আর সেই খবর সংবামাধ্যমে জানতে পেরেই মাথায় হাত ওই বিজেপি কর্মীর। তাঁর টাকা ফেরৎ দেওয়ার বিষয়টি এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। তাই জয়প্রকাশ মজুমদারে দলবদলে জেরে এখন সিঁদুরে মেঘ দেখছেন তিনি। তাঁর একটাই প্রশ্ন, এবার টাকাটার কী হবে?
আরও পড়ুন : Viswa Bharati: দুয়ারে পরীক্ষা, খোলেনি গেট! হাইকোর্টের নির্দেশ ‘অমান্য’ বিশ্বভারতীর