AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Krishnanagar Shootout: প্রেম-কাঁটা? বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন, চাঞ্চল্য কৃষ্ণনগরে

Krishnanagar Shootout: পরিবার-পরিজনের সামনে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্য়া করে দুষ্কৃতীরা। ক'জন দুষ্কৃতী ছিল, কেনই বা খুন হলেন সেই ছাত্রী, সেই প্রসঙ্গে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। অকুস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 

Krishnanagar Shootout: প্রেম-কাঁটা? বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন, চাঞ্চল্য কৃষ্ণনগরে
নিহত ছাত্রীImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 25, 2025 | 3:58 PM
Share

নদিয়া: ভরদুপুরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুন। ঘটনা নদিয়ার কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকার। নিহত ছাত্রীর নাম ইশিতা মল্লিক, বয়স ১৯ বছর। পরিবার-পরিজনের উপস্থিতিতেই তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্য়া করে এক দুষ্কৃতী। ইতিমধ্যে অকুস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

নিহতের বাড়ি একেবারে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্রে। বাড়ির অদূরেই রয়েছে পুলিশ সুপারের অফিস। আর ঠিক সেখানেই এমন চাঞ্চল্যকর ঘটনা। নেপথ্য় কি কোনও প্রণয় ঘটিত চক্রান্ত? তদন্তকারীদের নজরও এখন সেই দিকেই। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে আততায়ীকে চিহ্নিত করা গিয়েছে। ওই দ্বাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে সোমবার দুপুর ২টো থেকে আড়াইটা নাগাদ দেখা করতে এসেছিলেন কাঁচরাপাড়ার বাসিন্দা দেবরাজ সিং। তারও বয়স ওই ২৩ থেকে ২৪-এর মধ্যে।

সূত্রের খবর,  নিহত ইশিতা মল্লিকের সঙ্গে দেবরাজের পরিচয় ছিল। কাঁচরাপাড়ার পড়তে যাওয়ার সুবাদে ওই চিহ্নিত অভিযুক্তের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। কিন্তু সময়ের কালে অথবা সম্ভবত কোনও বিবাদের কারণে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর পরেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। কাঁচরাপাড়া থেকে সরাসরি কৃষ্ণননগর গেলেন দেবরাজ। তারপর পৌঁছে গেলেন ইশিতার বাড়ি। এরপরেই বাড়ির দোতলায় উঠে ছাত্রীকে লক্ষ্য করে চলল গুলি।

পরিবার তরফে জানা গিয়েছে, দেবরাজ বাড়িতে আসতে, তাকে ঢুকতে বাঁধা দেয় ইশিতার বাড়ির লোকজন। তখনই তাদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় অভিযুক্ত দেবরাজ। ধাক্কা দিয়ে ঢুকে পড়ে ইশিতার বাড়িতে। তারপর সোজা নিহতের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় সে। এরপর পাওয়া যায় গুলির আওয়াজ।