Nadia: শুরু হতে চলেছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন পরিষেবা, এলাকায় উচ্ছেদ অভিযানে নামল রেল
Nadia: এদিকে অনেক আগে থেকেই শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালাচল জারি রয়েছে। কিন্তু, জমি জটের কারণে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত বাকি কাজ সম্পূর্ণ করা যায়নি। দীর্ঘ সময় জটে আটকে থাকার পর বের হয় সমাধান সূত্র।
নদিয়া: জল্পনা চলছিলই। অবশেষে সেই প্রকল্পই এবার বাস্তবায়নের পথে। কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল পরিষেবা শুরুর জন্য বেশ কিছুদিন আগে থেকেই কাজ শুরু করে দিয়েছিল রেল। এবার স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে রেলের জায়গায় দোকান উচ্ছেদ অভিযানে নামল রেলের লোকজন। ভেঙে ফেলা হল অনেক দোকান। প্রসঙ্গত, এর আগে নদিয়া শান্তিপুর থেকে নবদ্বীপ পর্যন্ত ন্যারোগেজ ট্রেন পরিষেবা ছিল। কিন্তু, ২০১০ সালে বড় ঘোষণা করে রেল। সেখানেই জানানো হয় ন্যারোগেজ থেকে এবার ব্রডগেজ লাইনে ট্রেন পরিষেবা পাবেন সাধারণ মানুষ। জোরকদমে কাজ শুরু করে দেয় রেল।
এদিকে অনেক আগে থেকেই শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালাচল জারি রয়েছে। কিন্তু, জমি জটের কারণে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত বাকি কাজ সম্পূর্ণ করা যায়নি। দীর্ঘ সময় জটে আটকে থাকার পর বের হয় সমাধান সূত্র। কৃষ্ণনগর থেকে আমঘাটা রেল লাইনের কাজ শুরু হয়। তাতেই খুশির হাওয়া গোটা এলাকায়। খুশি স্থানীয় বাসিন্দারাও।
ইতিমধ্যেই লাইনপাতার কাজ হয়ে গিয়েছে বলে খবর। সূত্রের খবর, মাস দুয়েক আগেই রেলের জমিতে থাকা দোকানদারদের নোটিস পাঠানো হয়। জমি ছেড়ে দিতে বলা হয়। যদিও নোটিস পাওয়ার পরেও অনেকে সেখানেই থেকে গিয়েছিলেন। কিন্তু, তাঁদের সতর্ক করতে মাইরে প্রচারও করা হয় কয়েকদিন আগে। এবার তাঁদের তুলতে মাঠে নামল রেল। তবে এদিন উচ্ছেদ অভিযানের সময় খুব একটা বাধার মুখে পড়তে হয়নি রেল কর্মীদের।