Nadia: SIR-এর মাঝে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি ভোটার কার্ড, মমতার সফরের আগে শোরগোল নদিয়ায়
SIR in Bengal: এলাকার তৃণমূল নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তপন সরকার বলছেন, “মুখ্যমন্ত্রী তো এই ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই যাবেন। তাই তার আগে অন্য জেলা থেকে এই সব কার্ড নিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছে। এটা বিজেপির কাজ। আসলে এসব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার চেষ্টা চলছে।” তবে চুপ করে নেই বিজেপি।

নদিয়া: এসআইআর আবহে ফের উদ্ধার রাশি রাশি ভোটার কার্ড। ঘটনা নদিয়ার শান্তিপুরের। সেখানেই ১২নম্বর জাতীয় সড়কের পাশে আবর্জনার স্তূপ থেকে থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি ভোটার কার্ড। একাধিক ভোটার কার্ডে লেখা উত্তর ২৪ পরগনার ঠিকানা। প্রথমে চোখে পড়ে স্থানীয় বাসিন্দারই। মুহূর্তেই লোকমুখে খবরটা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তেই জমে যায় ভিড়। স্থা্নীয় বাসিন্দারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে শেষ পর্যন্ত কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।
এক স্থানীয় বাসিন্দা বলছেন, বস্তাটা ফাটা ছিল। ওটা দেখেই সন্দেহ হয়। পা দিয়ে নাড়া দিতেই ভোটার কার্ডগুলি বেরিয়ে আসে। দেখে তো মনে হচ্ছে চারশো থেকে পাঁচশো কার্ড আছে। সঙ্গে আবার অনেক কাগজপত্রও রয়েছে।
এদিকে রাত পোহালেই কৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের গর্ভমেন্ট কলেজের মাঠে জনসভা করার কথা রয়েছে তাঁর। তার স্বভাবতই এ ঘটনায় রাজনৈতিক মহলে দানা বেঁধেছে বিতর্ক। পুরোদমে চলছে চাপানউতোর। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপির লোকজন এই কার্ড ফেলে গিয়েছে। এলাকার তৃণমূল নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তপন সরকার বলছেন, “মুখ্যমন্ত্রী তো এই ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই যাবেন। তাই তার আগে অন্য জেলা থেকে এই সব কার্ড নিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছে। এটা বিজেপির কাজ। আসলে এসব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার চেষ্টা চলছে।” তবে চুপ করে নেই বিজেপি।
বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলার সম্পাদক সোমনাথ কর বলছেন, “যে এলাকা থেকে ওই বস্তাবন্দি কার্ড উদ্ধার হয়েছে সেখানে তো পঞ্চায়েত তৃণমূলের। এই কার্ড নিয়েই যত ছাপ্পা ভোট দেওয়া হতো। বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটারদের দিয়ে ভোট করে তৃণমূল আজ ক্ষমতা টিকে ছিল। এই ঘটনা তারই প্রমাণ।”
