মোদীর বিগ্রেডে যাবেন বলে সভায় গিয়েছিলেন, ফেরার পথে গুলিবিদ্ধ বিজেপি নেতা

হরিণঘাটায় (Haringhata) গুলিবিদ্ধ বিজেপি (BJP) নেতা। মোদী-ব্রিগেডের আগেই চাঞ্চল্য নদিয়া (Nadia)।

মোদীর বিগ্রেডে যাবেন বলে সভায় গিয়েছিলেন, ফেরার পথে গুলিবিদ্ধ বিজেপি নেতা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 07, 2021 | 12:31 PM

নদিয়া: ব্রিগেডে মোদীর জনসভার আগেই নদিয়ায় (Nadia) গুলিবিদ্ধ বিজেপি নেতা (BJP)। চঞ্চাল্যকর অভিযোগ নদিয়ার হরিণঘাটায় (Haringhata)। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতা কল্যাণী জেএন এম হাসপাতালে (Kalyani J N M Hospital) চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দলীয় কাজেই বাড়ি থেকে বেরিয়েছিলেন বিজেপি নেতা সঞ্জয় দাস। তিনি ১০ নম্বর বুথ সভাপতি। রবিবার ব্রিগেডের সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। শনিবার সেই সংক্রান্তই বৈঠকে গিয়েছিলেন। বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি।

আরও পড়ুন: মোদী-ব্রিগেডে রেকর্ড গরমের সাক্ষী থাকবে কলকাতা!

স্থানীয়দের বক্তব্য, রাতে আচমকাই একটা গুলির শব্দ শোনে তাঁরা। তারপর আর্তনাদ। শব্দের উৎস খুঁজে বাইরে বেরিয়ে এলে তাঁরা সঞ্জয়কে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতাল ভর্তি করেন। এই ঘটনার পিছনে কারা দায়ী ও কী কারণে এই ঘটনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।