West Bengal Assembly Election 2021 Phase 6: ভোটের আগেই উত্তপ্ত নবদ্বীপ, স্থানীয়দের বিরক্ত করতেই শুরু সংঘর্ষ

Apr 22, 2021 | 8:12 AM

ভোট শুরুর (West Bengal Assembly Election 2021 Phase 6) আগেই উত্তপ্ত নবদ্বীপ (Nabadwip) পৌরসভা।

West Bengal Assembly Election 2021 Phase 6: ভোটের আগেই উত্তপ্ত নবদ্বীপ, স্থানীয়দের বিরক্ত করতেই শুরু সংঘর্ষ
নিজস্ব চিত্র

Follow Us

নদিয়া: ভোট শুরুর (West Bengal Assembly Election 2021 Phase 6) আগেই উত্তপ্ত নবদ্বীপ (Nabadwip) পৌরসভা। ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ। তির তৃণমূলের দিকে। বুধবার রাতেই ঘটনাটি ঘটেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

ভোটের আগের রাতেই বুধবার উত্তপ্ত হয়ে ওঠে নবদ্বীপ পৌরসভা চত্বর এলাকা। স্থানীয়দের একাংশ বলছে, এলাকার কয়েকজন বিজেপি নেতা কর্মী বাড়ি বাড়ি ঘুরে মানুষকে উত্তক্ত করেন। তার ফলে এলাকায় একটা চাপা ক্ষোভ তৈরি হয়। প্রতিবাদ করে তৃণমূল।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 6 Phase: বুথে আসার পরই খোঁজ নেই বিজেপি এজেন্টের! লাগছে না ফোনও

তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়, যা গড়ায় হাতাহাতিতে। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কারোর মাথা ফেটে গিয়েছে, কারোর হাতে, পায়ে গুরুতর চোট লেগেছে। তাঁদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

 

Next Article