CBI On Hanskhali Case: তৃণমূল নেতার ছেলের সঙ্গেই ছিলেন সেদিন, হাঁসখালিকাণ্ডে রানাঘাট থেকে গ্রেফতার আরও এক
Hanskhali: তৃণমূল নেতার ছেলে ও তাঁর এক বন্ধুকে গ্রেফতারের পরই জেরায় জেরায় তৃতীয় জনের নামটি উঠে আসে।
নদিয়া: হাঁসখালি গণধর্ষণের অভিযোগে (Hanskhali) আরও একজনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। রানাঘাট থেকে শনিবার তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হল। গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন রানাঘাট থেকে গ্রেফতার হওয়া যুবক। জানা গিয়েছে, ঘটনার দিন তৃণমূল নেতার ছেলের সঙ্গে তিনিও ছিলেন। বন্ধু গ্রেফতার হতেই বাড়ি তালাবন্ধ করে মাকে নিয়ে গা ঢাকা দেন। কিন্তু শেষ রক্ষা হল না। ধরা পড়লেন তদন্তকারীদের জালে। এদিনই তাঁকে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, এই যুবক ধৃত তৃণমূল নেতার ছেলের খুব ঘনিষ্ঠ। শুক্রবারই এই যুবকের বাড়ির দরজা সিল করে দিয়ে আসে সিবিআই।
চলতি মাসের প্রথম সপ্তাহে হাঁসখালির এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার দিন রাতেই মারা যায় সে। কাউকে কিছু না জানিয়ে ভোরের আলো ফোটার আগেই মৃতদেহ সৎকারও করে ফেলে পরিবার। পরে জানা যায়, স্থানীয় এক তৃণমূল নেতার ছেলে এই ঘটনায় মূল অভিযুক্ত। তাঁকে গ্রেফতারও করা হয়। এখন সিবিআই হেফাজতেই তিনি।
প্রথম থেকেই নাবালিকার পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় তৃণমূল নেতার দাপটের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় তারা। তাদের চাপেই মৃতদেহের কোনও শংসাপত্র ছাড়া দেহদাহ করা হয় বলে অভিযোগ ওঠে। এমনকী ৯ এপ্রিল থানায় অভিযোগ জানাতে গেলেও নানা বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ তোলে মৃতের পরিবার।
তৃণমূল নেতার ছেলে ও তাঁর এক বন্ধুকে গ্রেফতারের পরই জেরায় জেরায় তৃতীয় জনের নামটি উঠে আসে। সূত্রের খবর, ঘটনার সময় তিনজনই ছিলেন সেখানে। রানাঘাট থেকে গ্রেফতার হওয়া যুবকের বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। মাকে নিয়ে একাই বাড়িতে থাকতেন যুবক। দুই বন্ধু গ্রেফতারের পরই মাকে নিয়ে পালিয়ে যান। এক সপ্তাহ ফেরার থাকার পর শনিবার রানাঘাট থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Ballygung By Election Counting: বালিগঞ্জে বড় চমক সায়রা শাহ হালিমের, বুদ্ধবাবুর ওয়ার্ডে সিপিএমের জয়