Kalyani: হাসপাতালের এক্স-রে রুমে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
বৃহস্পতিবার রাতে ওই যুবতী এক্স-রে করাতে গিয়েছিলেন। তখন অভিযুক্ত তাঁকে জামা-প্যান্ট খোলার কথা বলেন। তা না করলে এক্স-রে করা যাবে না বলে জানিয়েছিল অভিযুক্ত। এর পরই অভিযুক্ত ছাত্রীর শরীরে অশালীন ভাবে হাত দেয় এবং তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
কল্যাণী: হাসপাতালের মধ্যে যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল টেকনিশিয়ানের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণীতে। কল্যাণীর জেএনএম হাসপাতালে এক্স-রে করাতে গিয়েছিলেন কল্যাণী মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী। সে সময়ই এক্স-রে রুমের টেকনিয়ান ওই ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকি যুবতীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এর পর অভিযুক্ত টেকনিশিয়ানের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। তার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত টেকনিশিয়ান একটি বেসরকারি সংস্থার কর্মী। পিপিপি মডেলে চলা ওই এক্স-রে সেন্টারে কর্মরত। অভিযুক্ত মুর্শিদাবাদের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি থাকেন কল্যাণীতে। বৃহস্পতিবার রাতে ওই যুবতী এক্স-রে করাতে গিয়েছিলেন। তখন অভিযুক্ত তাঁকে জামা-প্যান্ট খোলার কথা বলেন। তা না করলে এক্স-রে করা যাবে না বলে জানিয়েছিল অভিযুক্ত। এর পরই অভিযুক্ত ছাত্রীর শরীরে অশালীন ভাবে হাত দেয় এবং তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
নির্যাতিতা ছাত্রী কলেজ কর্তৃ়পক্ষকে লিখিত অভিযোগ জানানোর পর খবর দেওয়া হয় পুলিশকে। গভীর রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।