মণীশ শুক্লা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল সে, সিআইডি-র জালে মূল অভিযুক্ত নাসির

Dec 11, 2020 | 11:57 AM

সিআইডি জানতে পারে, খুনের আগে এলাকায় রেইকি করেছিল নাসির।

মণীশ শুক্লা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল সে, সিআইডি-র জালে মূল অভিযুক্ত নাসির
ফাইল ছবি

Follow Us

উত্তর ২৪ পরগনা: বারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ বিজেপিনেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত নাসির আলি মণ্ডলকে গ্রেফতার করল সিআইডি (Manish Shukla Murder Case)।

বৃহস্পতিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানতে পারে, খুনের আগে এলাকায় রেইকি করেছিল নাসির।

মণীশকে লক্ষ্য করে যারা সেদিন গুলি চালিয়েছিল, সেদিন যা যা ঘটেছিল, পুরো ঘটনার ব্লু প্রিন্ট আগেই তৈরি করেছিল নাসির আলি। তবে নাসিরই সেদিন গুলি চালিয়েছিল কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা জানতে পেরেছেন, তিন দিন ধরে ছায়ার মতো তিন ভাড়াটে ইনফর্মার সেঁটে ছিল মণীশ শুক্লার সঙ্গে। কিন্তু বিজেপির বাহুবলী নেতা তা আঁচও করতে পারেননি। তারপর পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে নাসিরদের জানিয়েছিল ইনফর্মাররা। সেইভাবেই তৈরি হয় প্ল্যান।

আরও পড়ুন: আপডেট: সকালে চিকিৎসকদের ডাকে চোখ খোলার চেষ্টা করেছেন বুদ্ধদেব

মণীশ শুক্লা ৪ অক্টোবর সন্ধ্যায় অর্জুন সিংয়ের গাড়ি থেকে নেমে টিটাগড়ের চায়ের দোকানে একাই যাবেন, তা জানা ছিল নাসিরের। সেদিন ঘটনাস্থলের খুব কাছেই দাঁড়িয়ে ছিল সে। মণীশের গতিবিধির ওপর লক্ষ্য রাখছিল। ঘড়ির কাঁটা অনুযায়ী মণীশের অবস্থান ফোনে শ্যুটারদের রিলে করেছিল নাসির। তার কথা মতোই চায়ের দোকানের সামনে পাঁচ দুষ্কৃতী দুটি বাইকে এসে ঝাঁঝরা করে দিয়ে যায় মণীশকে। এর আগেই গত ৭ অক্টোবর এই ঘটনায় গ্রেফতার করা হয় নাজির খানকে। তার আগে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় ২ জনকে।

Next Article