উত্তর ২৪ পরগনা: সাংবাদিকদের অপমানজনক মন্তব্য করা নিয়ে এবার মহুয়া মৈত্রকে বিঁধলেন বিজেপিনেতা অনুপম হাজরা (Anupam Hazra)। বললেন, “যাঁকে তাঁকে তুলে এনে সাংসদ করলে এটাই হয়!” তাঁর আরও কটাক্ষ, “ওঁ আসলে নিজের দাম বলতে গিয়ে সাংবাদিকদের তা বলে ফেলেছেন।”
সোমবার উত্তর ২৪ পরগনার হাবড়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে যান অনুপম হাজরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে কথা বলেন তিনি। বিজেপিনেতার বক্তব্য, “সম্ভবত ওঁ জানেন নিজের দাম দু পয়সা। ওঁর লজ্জা লাগা উচিত। আমি মনে করি সমস্ত সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধভাবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। উচিত ওঁকে বয়কট করা।”
উল্লেখ্য, সোমবারই একটি টুইট করেছেন মহুয়া মৈত্র। তাতে ‘ক্ষমা’ চেয়েছেন তিনি। কিন্তু যেভাবে চেয়েছেন, তাতে তাঁর ‘ঔদ্ধত্য়’ আরও বেশি করে প্রকাশিত হয়েছে বলে মনে করছেন একাংশ। একটি মিম পোস্ট করেন মহুয়া, যেখানে একদিকে দু’পয়সার একটি ছবি দেখা যাচ্ছে। পাশে লেখা, ‘কঠিন, বেদনাদায়ক এবং সঠিক কথা বলার জন্য আমি দুঃখিত।’ এই মিমটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার মিম এডিট করার ক্ষমতা ক্রমশ বাড়ছে।’
মহুয়া বুঝিয়েই দিয়েছেন, তিনি গতকাল যে ভাষায় সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছিলেন, তার জন্য অনুতপ্ত তো নন-ই। উল্টে সেটা নিয়ে মিম পোস্ট করছেন তিনি। ‘আমি ক্ষমাপ্রার্থী’ লিখলেও সেটাও যে একপ্রকার ‘তামাশা’ করেছেন, তাও সহজেই বোঝা যাচ্ছে। এদিন মহুয়ার ‘ঔদ্ধত্য’এর কটাক্ষ করেন অনুপম হাজরা।
আরও পড়ুন: দু’পয়সার বিতর্ক: ‘সঠিক’ মন্তব্যে অনড় মহুয়া, ‘ক্ষমা’ চাইলেন মিমে
সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানে এক কর্মীর মৃত্যুতে পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পুলিসকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “পুলিস দলদাস থেকে মুলোদাসে পরিণত হয়েছে। পুলিসের গুলিতেই তাঁদের কর্মীর মৃত্যু হয়েছিল, আর সেই তৃণমূল এখন ঘটা করে একুশে জুলাই পালন করে। আর পুলিস দিয়ে বিজেপি কর্মীদের গুলি করে মারছে।”