Arjun Singh: অর্জুনের বাড়িতে বোমাবাজিতে ২ জনের ১০ বছরের কারাদণ্ড, ‘বখরা নিয়ে ঝামেলা হয়েছিল’, বলছে তৃণমূল
Arjun Singh: জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে। তখন তিনি ব্যারাকপুরের সাংসদ। জগদ্দলের মেঘনা মোড় এলাকায় অর্জুনের বাড়িতে বোমাবাজির ঘটনায় প্রথমে জগদ্দল থানা তদন্ত শুরু করে। পরে NIA সেই তদন্তে নামে।

জগদ্দল: প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির মামলায় দোষী সাব্যস্ত ২ জনের ১০ বছরের কারাদণ্ড হল। শনিবার এই সাজা ঘোষণা করে শিয়ালদহ ব্যাঙ্কশাল আদালত। দোষী সাব্যস্ত দুই ব্যক্তির নাম আরিখ আখতার ও রাহুল পাশী। কারাদণ্ডের পাশাপাশি ২ জনের ৫ হাজার টাকা করে জরিমানাও হয়েছে। জরিমানার টাকা দিতে না পারলেও আরও ৬ মাসের জেল।
জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে। তখন তিনি ব্যারাকপুরের সাংসদ। জগদ্দলের মেঘনা মোড় এলাকায় অর্জুনের বাড়িতে বোমাবাজির ঘটনায় প্রথমে জগদ্দল থানা তদন্ত শুরু করে। পরে NIA সেই তদন্তে নামে। বোমাবাজির ঘটনায় আরিফ আখতার ও রাহুল পাশীকে গ্রেফতার করে এনআইএ। সেই মামলাতেই শনিবার সাজা ঘোষণা করল ব্যাঙ্কশাল আদালত।
আদালত সাজা ঘোষণার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “পশ্চিমবাংলার গোয়েন্দা সংস্থা দলদাস হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তারা তাই শোনে। ২০২১ সালে আমার বাড়িতে বোমাবাজি হয়েছিল। চারজন অপরাধী ছিল। তার মধ্যে ২ জন ওখানে বোমাবাজি করেছিল। আদালতের রায়ে আমরা খুব খুশি।”
জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “যাদের সাজা হয়েছে, তারা আমাদের দলের কেউ নয়। ওখানকার একটি জুটমিলের বখরা নিয়ে ঝামেলা। আর তার জেরেই বোমাবাজির ঘটনা ঘটেছিল।”





