AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: এবার মোক্ষম জবাব BSF-এর, গুলি চালিয়ে দিল আধা সেনা

BSF: উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের মধুপুর সীমান্তের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মধুপুর সীমান্তে কাঁটাতারের ওপাড়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পাচার করার চেষ্টা করে বাংলাদেশি সশস্ত্র পাচারকারীরা।

BSF: এবার মোক্ষম জবাব BSF-এর, গুলি চালিয়ে দিল আধা সেনা
বিএসএফ গুলিতে মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 27, 2025 | 6:07 PM
Share

সায়ন্ত ভট্টাচার্য ও দীপঙ্কর দাসের রিপোর্টের

বাগদা: একদিকে বাংলাদেশ অন্য দিকে পাকিস্তান। দুই প্রতিবেশীর ‘অত্যাচারে’ কার্যত তিতিবিরক্ত ভারত। কাশ্মীরের ঘটনা যেই সময় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, সেই সময় আবার বিএসএফ-এর উপর আক্রমণের খবর প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে, বাংলাদেশি পাচারকারিরা হামলা চালিয়েছে আধা সেনার উপর। আর তারপরই চরম জবাব দিয়েছে বিএসএফ। পাচারে বাধা দেওয়ায় হামলা চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের। পাল্টা বিএসএফ-এর পিএজি গানের ( নন লিথাল ওয়েপণ) গুলিতে মৃত্যু পাচারকারীর।

উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের মধুপুর সীমান্তের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মধুপুর সীমান্তে কাঁটাতারের ওপাড়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পাচার করার চেষ্টা করে বাংলাদেশি সশস্ত্র পাচারকারীরা। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বিষয়টি দেখতে পেয়ে পাচারকারীদের দাঁড়াতে বলেন। কিন্ত তাও পাচারের সামগ্রী নিয়ে বাংলাদেশে দিকে পালিয়ে যাওয়া চেষ্টা করে তারা। তখন বিএসএফ আটকানোর চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় বিএসএফের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় পাচারকারীরা।

বিএসএফ সূত্রে খবর, এরপরই আত্মরক্ষার জন্য পিএজি গান (নন লিথাল ওয়েপন ) থেকে গুলি চালায় বিএসএফ। প্রশাসন সূত্রে খবর, বিএসএফের গুলিতে বাংলাদেশি এক পাচারকারীর মৃত্যু হয়েছে। বাকিরা পালিয়ে গিয়েছে। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। উদ্ধার হয়েছে দা সহ একাধিক ধারাল অস্ত্র এবং উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে কাফ সিরাপ। তবে মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি ।

এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সনজিৎ সরদার জানিয়েছেন, “পাচারকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাচারের মাল নিয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ আটকাতে যায়। হয়তো বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি করেছে। অথবা বিএসএফকে আক্রমণ করেছে তারপরেই বিএসএফ গুলি চালায়। মৃত পাচারকারীর বাড়ি বাংলাদেশের গোপালপুর এলাকায়।”