AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Matua Politics: অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের, কামনা সাগরের জল দিয়ে ধোয়া হল মন্দির চত্বর

Abhisek Banerjee: তাহেরপুরের সভা থেকেও নরেন্দ্র মোদী, অমিত শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় অভিষেককে। সভা থেকেই হুঙ্কারের সুরে বলেন, “হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো।”

Matua Politics: অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের, কামনা সাগরের জল দিয়ে ধোয়া হল মন্দির চত্বর
রাজনৈতিক মহলে উত্তাপ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2026 | 6:01 PM
Share

বনগাঁ: অভিষেকের সফর গিরে সরগরম মতুয়া ঠাকুরবাড়ি। আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত মতুয়াগড়ে পা দিয়ে ঠাকুরবাড়িতে পুজো দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর সফর ঘিরেই তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু ঠাকুরের অনুগামীদের। কামনা সাগরের দিয়ে ধোয়া হল মন্দির চত্বর। গোবর জল পর্যন্ত ছড়ানো হয় গোটা রাস্তায়। মাঠে নামলেন খোদ শান্তনু। তাঁর সাফ কথা, “এ এখানে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উল্টোপাল্টা বলেছে বলেই ওকে ধিক্কার জানানো হয়েছে। যে পাপ ওরা করা করেছে তাতে মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল তাই কামনা সাগরের জল দিয়ে মন্দির ধোয়া হয়েছে।”

এদিকে তাহেরপুরের সভা থেকেও নরেন্দ্র মোদী, অমিত শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় অভিষেককে। এসআইআর নিয়ে বলতে গিয়ে অভিষেকের সাফ কথা মতুয়ারা যদি অবৈধ হয় তাহলে সাংসদ হিসাবে শান্তনু ঠাকুরও অবৈধ। সভা থেকেই হুঙ্কারের সুরে বলেন, “হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হটো।” শান্তনু যদিও বলছেন, “ও ইতিহাসে অনেক কাঁচা। কীভাবে বৈধ হয় অবৈধ হয় আমার কাছে এলে ওকে শিখিয়ে দেব। শর্ত নিঃশর্ত কিছুই জানে না। এই সমাজের মানুষের সম্পর্কে ওদের কোনও ধারনাই নেই।”   

অন্যদিকে অভিষেক বলছেন, “ওরা ভোটে জিতে মতুয়া ভাইদের বুড়ো আঙুল দেখাচ্ছে, যাঁরা কোনওদিন মানুষের পাশে দাঁড়ায়নি। ওদের প্রতিনিধিরাই বলছে যদি ১ লাখ, ৫ লাখ মতুয়া ভাইদের নাম বাদ যায় তাহলে যাবে। যাঁরা রাজনীতি করবে তাঁদের জবাব মানুষ দেবে।”