Agarpara: আগরপাড়ায় নিকেল কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত ২ শ্রমিক
Agarpara: অচৈতন্য হয়ে পড়েন। মুখ দিয়ে রীতিমতো গ্যাজলা বেরোতে থাকে। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

উত্তর ২৪ পরগনা: আগড়পাড়ায় নিকেল কারাখানায় দুই শ্রমিকের মৃত্যু। বিষাক্ত ক্যামিক্যালে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগড়পাড়া সাউথ স্টেশন রোডে মার্চেন্ট অ্যাসোসিয়েশন নামে একটি নিকেল কারাখানায় একটি বড়ো ট্রে-তে কেমিক্যাল ঢালতে যান তিন শ্রমিক। ওই তিন জনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম রবীন আইচ এবং সুরোজিত মাইতি।
অচৈতন্য হয়ে পড়েন। মুখ দিয়ে রীতিমতো গ্যাজলা বেরোতে থাকে। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী সমীরণ পাত্র গোপাল বলেন, ” আমি এই এলাকার অনেক দিনের বাসিন্দা। এই কারখানায় তো এই ধরনের ঘটনা আগে ঘটেনি। খবর পেয়ে দমকল এসেছিল। সিল করে দিয়ে গিয়েছে। আসলে এখানে নিকেলের কাজ হয়।”
পরিজনদের তরফ থেকে ভবানী রায় নামে একজন অভিযোগ করছেন, “আমাদের বাড়িতে খবর যায়। এসে দেখি, দেহ রাখা রয়েছে। তবে মালিকপক্ষের কাউকেই দেখতে পাইনি। দুর্ঘটনা নাকি কিছু একটা ঘটিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না।”





