Basirhat: ছোট্ট মেয়ের যৌনাঙ্গ স্পর্শ করার অভিযোগ, প্রতিবাদ করায় ভাইপোর হাতে খুন কাকা
Basirhat Crime News: শিশুকন্যার যৌনাঙ্গ স্পর্শ করার প্রতিবাদ করায়, ওই পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর দ্রুত তাঁদের উদ্ধার করে স্বরূপনগর শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে একজনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর ষাটের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক।

স্বরূপনগর: চার বছরের শিশু কন্যার যৌনাঙ্গ হাত দিয়ে স্পর্শ করার অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদ করাতেই দুই পরিবারের মধ্যে তুমুল হাতাহাতি, মারপিট। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভাইপোর হাতে খুন হয়ে যান কাকা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুই পরিবারের হাতাহাতিতে চার জন আহত হয়েছিলেন। শিশুকন্যার যৌনাঙ্গ স্পর্শ করার প্রতিবাদ করায়, ওই পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর দ্রুত তাঁদের উদ্ধার করে স্বরূপনগর শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে একজনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর ষাটের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক।
আহত বাকি তিনজন এখনও স্বরূপনগরের শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিনের ঝামেলার পর স্থানীয় মানুষজনই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ইতিমধ্য়েই হাসপাতাল চত্বরে পৌঁছে গিয়েছেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। এই মারধরের ঘটনার সূত্রপাত কীভাবে ঘটল, তাও তদন্তের আওতায় রাখছেন পুলিশকর্মীরা।
এদিকে বুধবার স্বরূপনগরের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার বছরের ওই শিশু কন্যার বাবা। হাসপাতালের বেডে শুয়েই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন তিনি। ওই ব্যক্তির দাবি, ঘটনার পর তিনি ঝামেলা যাতে বেশিদূর না এগোয়, সেই চেষ্টা করছিলেন। কিন্তু অপর পরিবারের লোকেরা তাঁদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমন অবস্থায় এবার দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাইছেন ওই ব্যক্তি।
