Arjun Singh: ‘গ্রেফতারির ভয়ে অনুব্রত হাজিরা এড়াচ্ছেন’ পঞ্চমবার সিবিআই হাজিরা এড়ানো নিয়ে অর্জুনের খোঁচা কেষ্টকে
North 24 Pargana: এদিকে, বারংবার তলবের পরও তৃণমূলের এই দাপুটে নেতার সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে যাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা।
বীরভূম: একবার নয়, দু’বার নয়, পাঁচ-পাঁচবার তলব করা হয়েছে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কোনও বারই হাজিরা দেননি তিনি। শনিবার এই নিয়ে পঞ্চমবার তলব করা হল তাঁকে। এদিকে, বারংবার তলবের পরও তৃণমূলের এই দাপুটে নেতার সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে যাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। বিজেপি সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সহ-সভাপতি অর্জুন সিংয়ের দাবি, গ্রেফতারির ভয়েই সিবিআই-এর হাজিরা এড়িয়ে যাচ্ছেন অনুব্রত।
শনিবার সন্ধ্যে নাগাদ জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং বলেন, “গ্রেফতারির ভয়ে অনুব্রত মণ্ডল তাঁর হাজিরা এড়িয়ে যাচ্ছেন। নবান্নের নির্দেশ মত উনি বক্তব্য পেশ করছেন। সিবিআই তো রাজ্য পুলিশ নয়। গেলেই গ্রেফতার করে নেবে। দিদিমণি না বললে আনারুলকে গ্রেফতার করা হত না। দিদিমণি যা বলে রাজ্যপুলিশ তাই শোনে। কিন্তু সিবিআই সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখতে চায়। তাই উনি যখন হাজিরা এড়াচ্ছেন তখন নিশ্চই কোনও জটিলতা রয়েছে।”
এরপর আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সাংসদের বক্তব্য, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকলে দু’টি কেন্দ্রেই বিজেপির জয় নিশ্চিত। কিন্তু প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ওরা বুথ লুঠ করে নেবে।”
প্রসঙ্গত, শনিবার ৬০ বছরে পা রাখলেন ব্যারাকপুর কেন্দ্রের এই লড়াকু সাংসদ। গতকাল তাঁর জন্মদিন ছিল তথা জননেতা অর্জুন সিং। এদিন সকাল থেকেই প্রিয় নেতাকে শুভেচছা জানাতে দলীয় কর্মী-সমর্থকরা মজদুর ভবনে ভিড় জমিয়েছিলেন। জন্মদিনে তিনি বার্তা দেন, ‘ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়ন করা উচিত। হিংসা ভুলে মানুষ-মানুষকে যেন আরও বেশি করে ভালোবাসে।
বস্তুত, গরু পাচার-কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে অনুব্রত-র কী যোগ রয়েছে, তা নিয়েই প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার তলব করা হচ্ছে অনুব্রতকে। এ ছাড়া অনুব্রত শুধুমাত্র বীরভূমের জেলা সভাপতিই নন, তিনি কার্যত ওই জেলার সর্বেসর্বা। আর ওই বীরভূমের সঙ্গে গরু পাচারের বিশেষ যোগ রয়েছে বলে অভিযোগ। ওই বীরভূম হয়েই মুর্শিদাবাদে পাঠানো হত গরু, সেখান থেকেই পাচার করা হত। কোটি কোটি টাকার এই পাচারের ক্ষেত্রে অনুব্রত-র সঙ্গে কোনও আর্থিক যোগ ছিল কি না, সেটাও খতিয়ে দেখতে চান সিবিআই আধিকারিকরা। আগামী ৬ এপ্রিল পঞ্চমবারের জন্য তলব করা হয়েছে তাঁকে।