AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barasat: ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল মতুয়া মহাসংঘ

Barasat: 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে'র বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে ভুয়ো এস সি কার্ড নিয়ে অনেক আগে থেকেই সরব হয়েছিল । সাম্প্রতিক এস পি কমিশনের নির্দেশে মতুয়া মহাসংঘের অভিযোগের ভিত্তিতে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের এসসি কার্ড নিয়ে তদন্ত করবার নির্দেশ দেয়া হয়েছিল ডিএম ও এসডিও-কে ।

Barasat: ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল মতুয়া মহাসংঘ
কলকাতা হাইকোর্টImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 30, 2025 | 1:39 PM
Share

বারাসত:  ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল মতুয়া মহাসংঘ । বুধবার হাইকোর্টের নোটিস দেওয়া হল বনগাঁ এসডিওর কাছে ।

‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে’র বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে ভুয়ো এস সি কার্ড নিয়ে অনেক আগে থেকেই সরব হয়েছিল । সাম্প্রতিক এস পি কমিশনের নির্দেশে মতুয়া মহাসংঘের অভিযোগের ভিত্তিতে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের এসসি কার্ড নিয়ে তদন্ত করবার নির্দেশ দেয়া হয়েছিল ডিএম ও এসডিও-কে ।

অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের বনগাঁ মহাকুমা কমিটির পক্ষ থেকে এসসি কমিশনের নির্দেশ না মানার অভিযোগ তোলা হয় এসডিও-র বিরুদ্ধে ।  ২৫ এপ্রিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহাকুমা কমিটির পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তাঁরা ।

হাইকোর্টের নোটিস বুধবার জমা দেওয়া হয় বনগাঁ মহকুমা শাসকের দফতরে। আগামী ৮ ই মে হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। ভুয়ো কাস্ট সার্টিফিকেট কেলেঙ্কারিতে অভিযান চালিয়েছিল নবান্ন। সূত্র মারফত জানা গিয়েছে,  অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তদন্তে উঠে এসেছে, গত দেড় বছরে ১৪০০ ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। অভিযোগ, এই শংসাপত্রগুলি জাল করে বহু মানুষ সংরক্ষণের সুবিধা নিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি। এবার জল গড়াল হাইকোর্টে।