Basirhat Bike Accident: দূর থেকে দেখা যাচ্ছে স্পিড ব্রেকার, ব্রেক ফেল বাইকের, ফিল্মি কায়দায় চালক নিলেন চরম সিদ্ধান্ত
Basirhat Bike Accident: হাফিজুল পেশায় ধামাখালি-বি.গার্ডেন বাস রুটের বাস কন্ডাক্টার। হাফিজুলের মেজ ভাই সাইদুল শেখ জানাচ্ছেন, সারাদিন বাসে কাজের পর বাসটিকে ঘুসিঘাটা পেট্রোল পাম্পে পার্কিং করেন।
বসিরহাট: দূরের স্পিড ব্রেকারটা চোখে পড়েছিল তাঁর । বাইকের ব্রেকটা কষেছিলেন সজোরে। কিন্তু তিনি বুঝতেই পারেননি, সামনের চাকার সঙ্গে পিছনের চাকার ব্রেকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্রেক চিপলেও তা কাজে আসেনি! স্পিড ব্রেকারের সামনে নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। চাকা স্কিড করেছে, ততক্ষণে বাইক থেকে লাফও দিয়েছেন চালক। কিন্তু শেষ রক্ষা হয়নি। থেঁতলে যায় তাঁর মাথা। মর্মান্তিক পরিণতি বসিরহাটের মিনাখাঁর বগিরহুলা এলাকার ঘটনা। নিহত ব্যবসায়ীর নাম হাফিজুল শেখ (৩৫)।
হাফিজুল পেশায় ধামাখালি-বি.গার্ডেন বাস রুটের বাস কন্ডাক্টার। হাফিজুলের মেজ ভাই সাইদুল শেখ জানাচ্ছেন, সারাদিন বাসে কাজের পর বাসটিকে ঘুসিঘাটা পেট্রোল পাম্পে পার্কিং করেন। মোটর বাইকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। মালঞ্চের আগে বগিরহুলা যেতেই মোটর বাইকের সামনে এবং পেছনের ব্রেকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ ব্রেক ফেল হয়ে যায়।
তারপর স্পিড ব্রেকারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান রাস্তার পাশে। তারপরে স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে হাফিজুলের। ইতিমধ্যে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁর মাথায় আদৌ হেলমেট ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হাফিজুল শেখের মৃত্যুর ঘটনায় খাস শাকদহ বাগানপাড়া গ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “দূর থেকে দেখছিলাম বাইকটা টাল খাচ্ছিল। কিন্তু বাইকটা যে নিয়ন্ত্রণে নেই, সেটা বুঝতে পারিনি। হঠাৎ দেখি বাইকটা ডান দিকে গিয়ে উল্টে যায়। চালকও লাফ দিয়েছিলেন। মনে হচ্ছিল সিনেমার কোনও দৃশ্য। সিনেমায় তো চালক বেঁচে যান..এক্ষেত্রে আর হল না। দৌড়ে যাওয়ার আগেই সব শেষ।”