Basirhat Body: ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, ছেলেকে দেখে রাস্তায় বসে পড়লেন মা
Basirhat Body: পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রবিবার বিকাল তিনটে নাগাদ মোবাইলে ফোন করে কেউ একজন তাঁকে ডাকেন।
উত্তর ২৪ পরগনা: সন্ধ্যায় একটা ফোন এসেছিল তাঁর মোবাইলে। সেই ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। আর ফেরেননি। পরের দিন সকালেই রাস্তার ধার থেকে উদ্ধার হল সেই যুবকের দেহ। নিখোঁজ যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বসিরহাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুদীপ দে (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর উনত্রিশের সুদীপ কখনও টোটো চালাতেন, কখনও আবার দিনমজুরেরও কাজ করতেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রবিবার বিকাল তিনটে নাগাদ মোবাইলে ফোন করে কেউ একজন তাঁকে ডাকেন। সেই ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকে মোবাইলেও আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তারপর আর খোঁজ পাওয়া যায় নি।
সোমবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা একটি বাড়ির সামনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান সুদীপের মা। তাঁর মা অরুণা দে গিয়ে তাঁর ছেলের দেহ শণাক্ত করেন। সুদীপের শরীরে একাধিক দাগ রয়েছে গলায় দড়ির দাগ।
প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কী কারণে সুদীপকে খুন করল দুষ্কৃতীরা, কেউ কিছু বুঝতে পারছেন না। সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাঁর মা। পুরনো কোনও শত্রুতা নাকি রাজনৈতিক কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।