বেঞ্চে বসে পা দুলিয়ে ঘাঁটছিল ফোন, বিষধর সাপের একটা ছোবলে প্রাণ গেল শিশুর
Basirhat Child Death: মঙ্গলবার সকালে সাইন বাবার সঙ্গে দোকানে গিয়েছিল খাবার কিনতে। সেই সময় বাবার মোবাইল ফোন নিয়ে একটি বেঞ্চের উপর বসে গেম খেলছিল। তখনই পিছন দিক থেকে একটি বিষধর সাপ এসে ছোবল মারে তাকে। সেখানেই অচৈতন্য হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বসিরহাট: বাবার সঙ্গে দোকানে গিয়েছিল বছর ছ’য়ের সায়ন। হাতে ফোন নিয়ে বেঞ্চে বসে পা দুলিয়ে-দুলিয়ে ফোন ঘাঁটছিল সে। এরই মধ্যে পিছন থেকে কখন বিষধর সাপ এসেছিল কে জানে! একটা ছোবলে চলে গেল প্রাণ।উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোটাবাড়ি এলাকার ঘটনা। মৃত শিশুর নাম সাইন সর্দার (৬)।
মঙ্গলবার সকালে সায়ন বাবার সঙ্গে দোকানে গিয়েছিল খাবার কিনতে। সেই সময় বাবার মোবাইল ফোন নিয়ে একটি বেঞ্চের উপর বসে গেম খেলছিল। তখনই পিছন দিক থেকে একটি বিষধর সাপ এসে ছোবল মারে তাকে। সেখানেই অচৈতন্য হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জলজ্যান্ত ছেলেটা এভাবে চলে যাবে কেউ এলাকাবাসী ভাবতেই পারছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকদিন ধরে একটি বিষধর সাপ এলাকায় ঘোরাঘুরি করছিল। সেই সাপের ছোবলেই মৃত্যু হয়েছে শিশুটির। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।