Haji Nurul Islam Death: প্রয়াত বসিরহাটের TMC সাংসদ হাজি নুরুল ইসলাম, দীর্ঘদিন ভুগছিলেন ক্যানসারে

Haji Nurul Islam: দীর্ঘদিন ধরেই লিভার কন্সারে ভুগছিলেন তিনি। বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল সাংসদ।

Haji Nurul Islam Death: প্রয়াত বসিরহাটের TMC সাংসদ হাজি নুরুল ইসলাম, দীর্ঘদিন ভুগছিলেন ক্যানসারে
প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুলImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 12:03 AM

বসিরহাট: প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল সাংসদ। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকের একটি দল তাঁর বাড়িতে পৌঁছন। সেই সময়ই সাংসদের এক ঘনিষ্ঠ জানান, তাঁর হৃদস্পন্দন, নাড়িস্পন্দন পাওয়া যাচ্ছে না।

২০০৯ সালের তৃণমূল কংগ্রেসের বসিরহাটে দাঁড়িয়ে প্রথমবার জয় লাভ করে সাংসদ হয়েছিলেন হাজী নুরুল। ২০১৪ সালের জঙ্গিপুরে দাঁড়িয়ে পরাজিত হন তিনি। এরপর ২০১৬ সালে দল তাঁকে ফের হাড়োয়া বিধানসভায় দাঁড় করায়। সেখান থেকে জিতে বিধায়ক হন। এরপর ২০২১ সালে ফের হাড়োয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজি নুরুল ইসলাম।

এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। তাঁর বিপরীতে ছিলেন বিজেপির রেখা পাত্র। লোকসভা ভোটের যে সময় হাজি নুরুলকে দল প্রার্থী করেছিল, সেই সময় সন্দেশখালি ইস্যুতে উত্তাল ছিল রাজ্য। বিরোধীদের একাধিক অভিযোগে বিদ্ধ ছিল শাসকদল। তবে তৃণমূল তখনও ভরসা রেখেছিল প্রবীণ এই রাজনীতিবিদের উপরেই। রেখার বিপরীতে দাঁড় করানো হয় হাজি নুরুলকে।

তবে নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাঁকে অসুস্থ জনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়। ভোটের প্রচারে সে অর্থে দেখা যায়নি তাঁকে। এরপর আজ দুপুরে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন হাজি নুরুল ইসলাম।

সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।