AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar Bomb Recovered: ভাঙড়ে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার, অধরা অভিযুক্তরা

Bhangar Bomb Recovered: ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের সদস্যরা। 

Bhangar Bomb Recovered: ভাঙড়ে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার, অধরা অভিযুক্তরা
শক্তিশালী বোমা উদ্ধার
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 4:01 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে পৃথক জায়গা থেকে উদ্ধার প্রচুর বোমা। জালালাবাদ গ্রামের দুটি জায়গায় বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ভাঙড় থানায় খবর দেওয়া হয়।  জালালাবাদ গ্রামের একটি পেয়ারা বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি জালালাবাদ গ্রামের একটি পুকুর পাড় থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার করেন পুলিশ কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের সদস্যরা।

বসিরহাট জুড়ে পুলিশের লাগাতার নাকা চেকিং চলছে। তাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে একাধিক। বসিরহাট পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং ও তল্লাশি জারি রয়েছে। বসিরহাটের স্বরূপনগর থানার বড় বাঁকড়া থেকে বৃহস্পতিবার ভোর রাতে রুহুল আমিন মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি এক নলা বন্দুক ও গুলি। অন্যদিকে বাদুড়িয়া থানার বাদুড়িয়া বাজার থেকে একটি রিভলবার ও গুলিসহ বাবুসোনা মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।

মুর্শিদাবাদের দুটি পৃথক জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ২৩ পিস বোমা উদ্ধার করেছে পুলিশ। সামশেরগঞ্জ থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং ১ পিস কার্তুজ-সহ ১৮ পিস বোমা উদ্ধার করে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। বলাই বাহুল্য বীরভূমে গত চারদিনে উদ্ধার হচ্ছে ৪০০টি বোমা, ৩০ কেজি বিস্ফোরক। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। তবে এর মধ্যেও চলছে বোমাবাজির ঘটনা। ভাটপাড়া, হালিশহরে বোমাবাজি হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেই।

রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

আরও পড়ুন: Jhalda Councillor Murder Case: ‘তোকে তৃণমূলে আসতেই হবে’, তপন কান্দু খুনে সামনে এল চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ