AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhatpara: পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সরেজমিনে BLRO, খবর পেয়ে নিজেই খনন শুরু করলেন কাউন্সিলর

Bhatpara: বেআইনিভাবে যে পুকুরগুলি ভরাট করা হয়েছিল, সেগুলি পুনরায় খোঁড়ার নির্দেশ দেন বিএলআরও। তিনি সোজাসুজি বলেন, যদি জমির মালিকরা এই পুকুর খুঁড়ে না দেন, তাহলে নিজেই পুকুর খুঁড়ে দেবেন।

Bhatpara: পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সরেজমিনে BLRO, খবর পেয়ে নিজেই খনন শুরু করলেন কাউন্সিলর
পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সরেজমিনে বিএলআরওImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 12:29 PM
Share

ভাটপাড়া: ভাটপাড়া পৌরসভা এলাকায় দেদার পুকুর ভরাট রুখতে এবার পথে নামলেন খোদ বারাকপুরের বিএলআরও। আর প্রশাসনিক আধিকারিক তদন্ত শুরু করতেই ময়দানে কাউন্সিলর। বেগতিক বুঝে নিজেই পুকুর খননের দায়িত্ব নিলেন। গত রবিবার শ্যামনগরে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি ভাটপাড়ায় এডেড এরিয়া ওয়ার্ডগুলিতে পুকুর ভরাট নিয়ে উস্মা প্রকাশ করেছিলেন। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন, বেশ কয়েক বছর ধরে ব্যারাকপুর শিল্পাঞ্চল ভাটপাড়া ৩০ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে বহু পুকুরই ভরাট হয়েছে। পুকুর ভরাট মাফিয়ারা এতটাই সক্রিয় যে প্রশাসন ও হিমসিম খাচ্ছে পুকুর ভরাট রুখতে। কখনো রাতের অন্ধকারে আবার কখনও প্রকাশ্যেই দিনের বেলায় বহু পুকুর ভরাট করে চলেছে। তবে এবার নড়েচড়ে বসেছে প্রশাসন।

অভিযোগ জমা পড়ে বারাকপুর এক নম্বরের বিএলআরও-র কাছে। ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকায় সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখেন খোদ বিএলআরও দীপঙ্কর রায়। বেআইনিভাবে যে পুকুরগুলি ভরাট করা হয়েছিল, সেগুলি পুনরায় খোঁড়ার নির্দেশ দেন বিএলআরও। তিনি সোজাসুজি বলেন, যদি জমির মালিকরা এই পুকুর খুঁড়ে না দেন, তাহলে নিজেই পুকুর খুঁড়ে দেবেন। বিএলআরও বলেন, “আমি খোঁজ নিয়ে জানতে পারি, ওখানে পুকুর ছিল। স্থানীয় বাসিন্দারাই বলছেন। কিন্তু ওটা আস্তে আস্তে বুজিয়ে ফেলা হচ্ছিল। এখন এসে দেখলাম। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, পুকুর খনন করা হবে। না হলে পদক্ষেপ করা হবে।”

তবে পুকুর ভরাটের খবর পেয়ে সেখানে পৌঁছে যান ভাটপাড়া পুরসভার স্থানীয় ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমর পাঠক। এলাকাবাসীদেরই অনেকের কথায়, কাউন্সিলর আদতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তবে তিনিই বিএলআরও-র কাছ থেকে পুকুর খননের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেন।

তবে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ স্বীকার করেন, অসাধু ব্যবসায়ী কোন দলের, তা তিনি বলতে পারবেন না। তবে পুরসভার কাছে বিশেষ করে তাঁর কাছে এইরকম ১০-১২ টি অভিযোগ জমা পড়েছে। তাঁর কথায়, “বিএলআরও যখন দেখছেন, তখন ধরতে হবে প্রশাসন কাজ করছে।”