‘দু’দিন সময় দিলাম, বিজেপি না ছাড়লে…’, বাড়ি ফিরতেই ‘অশ্লীল’ ভাষায় হুমকি চিঠি পেলেন পদ্ম নেতা!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jul 17, 2021 | 5:04 PM

TMC BJP Clash: হিঙ্গলগঞ্জের বিজেপি মণ্ডল সভাপতি সৌমেন নায়েকের অভিযোগ, ভোটের পর থেকেই বাড়ি ছেড়েছিলেন তিনি। শুক্রবার বাড়ি ফেরার পরেই দোরগোড়ায় একটি নোটিস পান।

দুদিন সময় দিলাম, বিজেপি না ছাড়লে..., বাড়ি ফিরতেই অশ্লীল ভাষায় হুমকি চিঠি পেলেন পদ্ম নেতা!
বিজেপি নেতা সৌমেন নায়েক, নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভোট পরবর্তী সন্ত্রাসের জেরেই বাড়ি ছেড়েছিলেন বিজেপি নেতা (BJP) সৌমেন নায়েক। কিন্তু বাড়ি ফেরার পরদিনেই দোরগোড়ায় মিলল নোটিস। সেই হুমকি চিঠি দেওয়া হয়েছে  তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে। সেই নোটিসকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল হিঙ্গলগঞ্জ।

হিঙ্গলগঞ্জের বিজেপি (BJP) মণ্ডল সভাপতি সৌমেন নায়েকের অভিযোগ, ভোটের পর থেকেই বাড়ি ছেড়েছিলেন তিনি। শুক্রবার বাড়ি ফেরার পরেই দোরগোড়ায় একটি নোটিস পান। সেই নোটিসে ‘অশ্লীল ভাষায়’ সৌমেনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কী লেখা হয়েছে সেই হুমকি চিঠিতে? লেখা হয়েছে, “সৌমেন নায়েক (বিজেপি মণ্ডল সভাপতি) খুব বাড় বেড়েছ, কেস করা, কেস তোর পিছনে ঢুকিয়ে দেব। আর পুলিশ কী করবে রে, পুলিশকে আমরা যা বলব, পুলিশ তাই করবে। পুলিশকে আমরা যা বলব তাই শুনবে।” এরপর অশ্লীল ভাষায় সম্বোধন করে লেখা হয়েছে, “তোকে যেমন ১৮ সালে ঘরছাড়া করেছিলাম, এ বার দেশছাড়া করব। ভাল কথা বলছি, দুই দিন সময় দিলাম, এখানে থাকতে হলে বিজেপি পার্টি করা ছেড়ে দিতে হবে নয়ত তোকে নিয়ে ফুটবল খেলব।”

সেই হুমকি চিঠি, নিজস্ব চিত্র

বিজেপি মণ্ডল সভাপতির কথায়, “আমি ভোটের পর থেকেই ঘরছাড়া ছিলাম। গতকাল বাড়ি ফিরতেই এই নোটিস পাই। এর আগেও আমায় একাধিকবার আক্রমণ করা হয়েছে। আমার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলাম। দলকেও জানিয়েছি। দল বলেছে ব্যবস্থা নেবে। আমার বাড়িতে পরিবার রয়েছে। ছোট মেয়ে রয়েছে। এই ধরনের হুমকি চিঠি আসায় সত্যিই ভয়ে রয়েছি। আজ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।”

পাল্টা, হিঙ্গলগঞ্জের তৃণমূল (TMC) বিধায়ক দেবেশ মন্ডল বলেন, “তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা রাজনীতি করে না। এটি  সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোন ভাবে জড়িত নয়। কে বা কারা পোস্টার দিয়েছে আমরা জানি না। ভোটে হেরে গিয়ে বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার দেওয়া হয়েছে।” আরও পড়ুন: ‘বিজেপির দালাল’ কংগ্রেস জেলা সভাপতিকে দলে নিতে নারাজ ঘাসফুল, পোস্টারে ছয়লাপ বসিরহাট!

Next Article