BJP Leader: আদালত থেকে ফেরার পথে বেলঘরিয়ায় গাড়িতে হামলা, সোজা থানায় ছুটলেন কৌস্তভ

Ananta Chattopadhyay | Edited By: জয়দীপ দাস

Jan 02, 2025 | 7:47 PM

BJP Leader: ঘটনার পরেই সোজা গাড়ি নিয়ে বেলঘরিয়া থানায় চলে যান কৌস্তভ। যদিও তাঁর অভিযোগ, দীর্ঘক্ষণ গোটা ঘটনার কথা পুলিশকে খুলে বললেও পুলিশ অভিযোগ নিতে চায়নি। কিন্তু, লিখিত অভিযোগ না দায়ের করে তিনি থানা ছাড়ছেন না বলে সাফ জানিয়ে দেন।

BJP Leader: আদালত থেকে ফেরার পথে বেলঘরিয়ায় গাড়িতে হামলা, সোজা থানায় ছুটলেন কৌস্তভ
কী বলছেন কৌস্তভ?
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বেলঘরিয়া: বিজেপি নেতা কৌস্তভ বাগচির গাড়িতে হামলার অভিযোগ। ব্যাপক উত্তেজনা বেলঘরিয়ার রথতলায়। সূত্রের খবর, আদালতের কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন কৌস্তভ। রাস্তাতেই আচমকা দুই ব্যক্তি তাঁর গাড়িতে আক্রমণ করে। ঠিক রথতলার মুখে ঘটনাটা ঘটে। দুই দুষ্কৃতীর কারও মাথাতেই হেলমেট ছিল না বলে জানা যাচ্ছে। 

এদিকে ঘটনার আকস্মিকতায় কিছু সময়ের জন্য হতবাক হয়ে গেলেও দ্রুত গাড়ি থেকে নেমে দুই যুবককে ধরতে যান কৌস্তভের গাড়ির ড্রাইভার। কিন্তু, মুহূর্তেই তাঁরা বাইক নিয়ে চম্পট দেয়। ফলে কাউকেই ধরা যায়নি। দুষ্কৃতীদের হাতে ধারাল অস্ত্র ছিল বলেও অনুমান কৌস্তভের। 

এই খবরটিও পড়ুন

ঘটনার পরেই সোজা গাড়ি নিয়ে বেলঘরিয়া থানায় চলে যান কৌস্তভ। যদিও তাঁর অভিযোগ, দীর্ঘক্ষণ গোটা ঘটনার কথা পুলিশকে খুলে বললেও পুলিশ অভিযোগ নিতে চায়নি। কিন্তু, লিখিত অভিযোগ না দায়ের করে তিনি থানা ছাড়ছেন না বলে সাফ জানিয়ে দেন। যদিও শেষ পর্যন্ত একটি জেনারেল ডায়েরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জানানো হয়েছে বলে জানান তিনি। ঘটনায় তৃণমূলের হাত থাকতে পারে বলেও সন্দেহ করছেন কৌস্তভ। 

Next Article