Kaustav Bagchi: টিটাগড়ে হেনস্থা কৌস্তভকে, ভাঙা হল BJP নেতার গাড়ি

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 20, 2024 | 2:28 PM

Kaustav Bagchi: বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, "আমার গাড়ি ভাঙচুর হয়েছে। বুথ জ্যাম করছিল। আমাকে হেনস্থা করা হয়েছে। এমনকী আমার নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়া হয়। চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে। আমি বারবার ভোটারদের বোঝাতে গিয়েছিলাম যে কোনও রকম ভয় না পেয়ে যাতে তাঁরা ভোট দেন। আর তারপরই এই ঘটনা ঘটিয়েছে।"

Kaustav Bagchi: টিটাগড়ে হেনস্থা কৌস্তভকে, ভাঙা হল BJP নেতার গাড়ি
টিটাগড়ে কৌস্তভের গাড়ি ভাঙচুর
Image Credit source: Tv9 Bangla

Follow Us

টিটাগড়: ধুন্ধুমার উত্তর ২৪ পরগনার টিটাগড়। বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। জানা গিয়েছে, শাসকদলের লোকজন বুথ জ্যাম করে ভোট করাচ্ছেন। এই নিয়ে অভিযোগ পেতেই সংশ্লিষ্ট বুথে যাচ্ছিলেন কৌস্তভ। এরপর তিনি পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। বুথে ঢুকতে গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, “আমার গাড়ি ভাঙচুর হয়েছে। বুথ জ্যাম করছিল। আমাকে হেনস্থা করা হয়েছে। এমনকী আমার নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়া হয়। চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে। আমি বারবার ভোটারদের বোঝাতে গিয়েছিলাম যে কোনও রকম ভয় না পেয়ে যাতে তাঁরা ভোট দেন। আর তারপরই এই ঘটনা ঘটিয়েছে।”

অপরদিকে, অর্জুন গড়ে এই ঘটনা ঘটায় বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, “ওরা যা করার করছে। আমরাও যা করার করছি।” এই ঘটনায় ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট চাইলো কমিশন।

Next Article