Gold Biscuits: পুকুরে লুকানো ‘গুপ্তধন’, তল্লাশি চালিয়ে আড়াই কোটি টাকার সোনা পেল BSF
BSF: সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ওই এলাকায় একটি পুকুরের জলাভূমি এলাকায় তল্লাশির সময় ৪০টি সোনার বিস্কুট পাওয়া। যার মোট ওজন আনুমানিক ৪.৬০ কেজি এবং আনুমানিক মূল্য ২.৫৭ কোটি টাকা।
কল্যাণী: ফের বড় সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর (BSF)। উদ্ধার ৪০টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকারও বেশি। উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার (Gold Biscuit Recover) করেন কল্যাণী সীমান্ত চৌকির কর্তব্যরত জওয়ানরা। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ওই এলাকায় একটি পুকুরের জলাভূমি এলাকায় তল্লাশির সময় ৪০টি সোনার বিস্কুট পাওয়া। যার মোট ওজন আনুমানিক ৪.৬০ কেজি এবং আনুমানিক মূল্য ২.৫৭ কোটি টাকা।
জানা যাচ্ছে, আজ থেকে কয়েক মাস আগে এক চোরাকারবারী ওই পুকুরের পাশ দিয়ে সোনার বিস্কুট নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ডিউটিতে থাকা জওয়ানদের দেখে পুকুরে ঝাঁপ দেয় ওই পাচারকারী। জওয়ানরা তাদের কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান। চোরাকারবারীকে জল থেকে টেনে বের করে তল্লাশি করা হলেও তার কাছ থেকে কিছুই উদ্ধার করা যায়নি। লাকাটি ঘিরে রেখে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। এলাকাটি জলে ভরা থাকায় জওয়ানরা তখন সেখান থেকে কিছুই উদ্ধার করতে পারেননি। তাই তখন ওই চোরাকারবারিকে যেতে দেওয়া হয়েছিল।
কয়েকদিন পর খবর জওয়ানরা খবর পান, ওই পুকুরের জলের নীচে অনেক সোনার লুকিয়ে রেখেছে চোরাকারবারিরা। সংশ্লিষ্ট বর্ডার আউট পোস্টের কমান্ডার সেদিন থেকেই ওই নির্দিষ্ট স্থানের নিরাপত্তা বাড়িয়ে দেন এবং সেখানে পাহারা দেওয়ার জন্য একজন সেন্ট্রি মোতায়েন করেন এবং জল শুকানোর অপেক্ষা করতে থাকেন। কয়েকদিন আগে সুনির্দিষ্ট খবর ছিল যে চোরাকারবারীরা হোলি খেলার অজুহাতে পুকুরে ঢুকে লুকানো সোনার উদ্ধারের চেষ্টা করবে। এরপরে পুকুরটিতে তল্লাশি শুরু হয়।
গতরাতে অফিসারদের নেতৃত্বে বিএসএফ জওয়ানদের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দলটিকে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। আধুনিক গ্যাজেট দিয়ে সজ্জিত দলটি আজ সকালে ঘটনাস্থলে পৌঁছয়। এই অনুসন্ধানী দলটি F3 ল্যান্ড মাইন ডিটেক্টর এবং মেটাল ডিটেক্টর দিয়ে পুরো এলাকা তল্লাশি করে। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।
এদিকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এর পাশাপাশি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনেও উদ্ধার হয় সোনার বিস্কুট।বালুরঘাটে হিলি সীমান্ত থেকে এক ভারতীয় বাসিন্দা ১৫টি সোনার বিস্কুট নিয়ে ধরা পড়ে বিএসএফের জওয়ান হবেদের হাতে। ধৃত ব্যক্তির নাম মনজুরুল শেখ। দক্ষিণ দিনাজপুর হরিপোখোরের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলির মোট মূল্য ৯৮ লক্ষ ৭৫ হাজার ৫৭৮ টাকা।