Champadali More: ক্যানসার আক্রান্ত মহিলাকে বেধড়ক মারধর চাঁপাডালি মোড়ে, অভিযুক্ত অটো চালক
Champadali More: জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাসত হাসপাতালে গিয়েছিলেন জ্যোৎস্না কাইপুত্র। তিনি ক্যানসার আক্রান্ত রোগী। শনিবার কাজ মিটিয়ে মহেশ্বরপুরে যাওয়ার জন্য চাঁপাডালি মোড়ে আসেন।

চাঁপাডালি: ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বেধড়ক মারধরের অভিযোগ। কাঠগড়ায় অটোচালক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরবেলা বারাসতের চাঁপাডালি মোড়ে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাসত হাসপাতালে গিয়েছিলেন জ্যোৎস্না কাইপুত্র। তিনি ক্যানসার আক্রান্ত রোগী। শনিবার কাজ মিটিয়ে মহেশ্বরপুরে যাওয়ার জন্য চাঁপাডালি মোড়ে আসেন। তারপর চাঁপাডালি মোড়ে এসে অটোতে উঠতে যান। তখনই জ্যোৎস্নার সঙ্গে থাকা একটি শিশুর ভাড়া নিয়ে বিবাদ শুরু হয়। সূত্রের খবর, পর্যাপ্ত পয়সা না থাকার কারণে মহিলা বলেছিলেন, ‘বাচ্চাকে কোলে নিয়ে নিচ্ছি’ । অভিযোগ, তারপরও অটোচালক দাবি করেন, ‘দু’জনের ভাড়া দিতেই হবে।’
এরপরই এক কথায় দু’কথায় বিবাদ হয়। আচমকা ওই রোগীকে বেধড়ক ভাবে মারতে শুরু করেন অটোচালকরা বলে অভিযোগ। ক্যানসার আক্রান্ত রোগীর মাথায় গালে গায়ে আঙুলে বেধড়কভাবে মারধর করা হয় বলে দাবি জ্যোৎস্না কাইপুত্রের।
নিরুপায় হয়ে জ্যোৎস্না বারাসত থানার দারস্থ হন। সেখানে এসে অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বারাসাত থানা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ওই মহিলা বারাসত থানায় অভিযোগ করবেন এটা জানতে পেরে অটো চালকরা একাধিক অটো নিয়ে বারাসত থানা পর্যন্ত চলে আসেন।
ততক্ষণে মহিলার অভিযোগ হয়ে গেছে শুনে অটো চালকরা চম্পট দেয়। অভিযুক্ত অটোচালকের দাবি, তাঁরা গায়ে হাত দেননি। উল্টে ওই মহিলায় তাঁদের গায়ে হাত দিয়েছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ

