বারাসত: লোকসভা ভোটের শেষ পর্বে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে তপ্ত বারাসতের কদম্বগাছি। বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত কদম্বগাছির কাঠালিয়া এলাকায় দু-পক্ষের গোলমালের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা যাচ্ছে, এলাকার এক আইএসএফ নেতার গাড়ির ধাক্কায় চার জন তৃণমূল সমর্থক আহত হন। এরপরই তৃণমূল সমর্থকরা আইএসএফের একটি ক্যাম্পে হামলা চালায় বলে অভিযোগ। ক্যাম্পের টেবিল ভাঙচুর করে রাস্তার পাশের খালে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি আইএসএফের।
কদম্বহাছির কাঠালিয়া জুনিয়র হাইস্কুলে মোট তিনটি বুথ রয়েছে। আজ সপ্তম দফার ভোটগ্রহণ পর্বের শুরু থেকেই এলাকায় বেশ চাপা উত্তেজনা ছিল বলে স্থানীয় সূত্রে খবর। আজ দুপুরে ওই বুথে যান আইএসএফ নেতা জামির আলি। অভিযোগ তিনি সেখানে যাওয়ার পরই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় এবং এক পক্ষে অন্যের উপর চড়াও হতে শুরু করে। সেই ঘটনার পরই আইএসএফের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
আইএসএফ শিবিরের থেকে অভিযোগ করা হয়, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু তৃণমূলের কর্মী ও সমর্থকরা গা জোয়ারি করে তাঁদের বুথ ক্যাম্প ভেঙে দিয়েছে। অন্যদিকে পাল্টা অভিযোগ রয়েছে শাসক দলেরও। তাঁদের যুক্তি, আইএসএফ নেতা জামির আলি এলাকায় ঢুকে পরিবেশ তপ্ত করার চেষ্টা করছিলেন।