Sandeshkhali: লাঠি হাতে গ্রাম পাহারায় মহিলারা, ভোটের আগের রাতে ফের তপ্ত সন্দেশখালি

Sourav Dutta | Edited By: Soumya Saha

May 31, 2024 | 11:56 PM

Lok Sabha Election 2024: ভোটের আগের রাতে ফের লাঠি হাতে রাস্তায় মহিলারা। সন্দেশখালির বেড়মজুরে কাঠপোল এলাকায় রাতের অন্ধকারে বাইক বাহিনীর দাপাদাপির অভিযোগ। প্রতিবাদে লাঠি হাতে রাস্তায় নেমে রাত পাহারা গ্রামের মহিলাদের। উলুধ্বনি-শঙ্খধ্বনি দিতে থাকেন তাঁরা।

Sandeshkhali: লাঠি হাতে গ্রাম পাহারায় মহিলারা, ভোটের আগের রাতে ফের তপ্ত সন্দেশখালি
সন্দেশখালিতে ফের লাঠি হাতে মহিলাদের বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: রাত পোহালেই ভোট। আর তার আগে ফের তপ্ত সন্দেশখালির বাতাবরণ। ভোটের আগের রাতে ফের লাঠি হাতে রাস্তায় মহিলারা। সন্দেশখালির বেড়মজুরে কাঠপোল এলাকায় রাতের অন্ধকারে বাইক বাহিনীর দাপাদাপির অভিযোগ। প্রতিবাদে লাঠি হাতে রাস্তায় নেমে রাত পাহারা গ্রামের মহিলাদের। উলুধ্বনি-শঙ্খধ্বনি দিতে থাকেন তাঁরা। বিজেপি সমর্থক ওই মহিলাদের অভিযোগ, ‘পুলিশের ছদ্মবেশে’ কিছু লোক এসে গ্রাম থেকে পুরুষদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই কারণেই তাঁরা রাস্তায় নেমে গোটা গ্রাম পাহারা দিচ্ছেন বলে দাবি মহিলাদের।

এদিকে আবার বিজেপি সমর্থকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগও উঠে আসছে। এলাকায় তৃণমূল সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা চলছে, এমন অভিযোগও উঠছে। ওই অঞ্চলের তৃণমূল নেতা হলধর আড়ির বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ শাসক পক্ষের। তৃণমূলের দাবি, বুথ দখলের লক্ষ্যেই হামলা ও ভয় দেখানোর চেষ্টা। রাতের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তপ্ত হয়েছে সন্দেশখালির বেড়মজুর। বসিরহাটের ভোটের আগে সন্দেশখালির এই নতুন করে উদ্ভুত পরিস্থিতি ও মহিলাদের বিক্ষোভ ঘিরে চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে।

এবারের ভোটে অন্যতম চর্চিত আসন বসিরহাট। শেখ শাহজাহানের গ্রেফতারি পরবর্তী সময়ে সন্দেশখালির উপর দিয়ে বহু জল বয়ে গিয়েছে। এখান থেকে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। যদিও বসিরহাট থেকে এবারও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। সন্দেশখালি থেকেও ব্যাপক লিড মিলবে, সেই আত্মপ্রত্যয়ও শোনা গিয়েছে শাসক নেতাদের গলায়। এমন অবস্থায় ভোটের আগের রাতে সন্দেশখালির বেড়মজুরে লাঠি হাতে মহিলাদের প্রতিবাদে কি কোনও প্রভাব পড়বে ভোটে? সেই প্রশ্নও ইতি-উতি উঁকি মারতে শুরু করেছে।

Next Article
Dum Dum Lok Sabha Constituency: শেষবেলায় সেটিংয়ের অভিযোগ, দিল্লির উড়ান ধরবেন কে?
Baranagar: সাংবাদিক দেখতেই রেগে গেলেন জওয়ান? ছুটে গিয়ে হেলমেট খুলে TV9 বাংলার সাংবাদিককে মার