AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chiranjeet Chakraborty: বারাসতে চিরঞ্জিত ‘আউট’, টিকিট পাবেন কাকলির ছেলে? জোর জল্পনা

Chiranjeet Chakraborty: ইতিমধ্যে বারাসতজুড়ে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ডাক্তার বৈদ্যনাথ দাঁড়ানোর কথা চলছে। কানাঘুষো তেমনটাই শোনা যাচ্ছে। চিরঞ্জিতের না আসা নিয়ে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, নিমন্ত্রণ করা হয়েছে। তিনি কেন আসেননি সেটা বলতে পারব না।

Chiranjeet Chakraborty: বারাসতে চিরঞ্জিত 'আউট', টিকিট পাবেন কাকলির ছেলে? জোর জল্পনা
চিরঞ্জিত চক্রবর্তীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2026 | 6:52 PM
Share

বারাসত: SIR ইস্যু থেকে শুরু করে সম্প্রতি ইডির (ED) তল্লাশি নিয়ে প্রতিবাদ করে পথে নেমেছিল তৃণমূল। সেখানে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল প্রায় সব তৃণমূলের সাংসদ বিধায়কদের। এমনকী, টলিউডের ছোট পর্দার একাংশ তারকাও ছিলেন সেখানে। কিন্তু, ছিলেন না চিরঞ্জিত চক্রবর্তী। শুধু এই সভা বলেই নয়, রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখাও যায় না বারাসত বিধানসভার তৃণমূল বিধায়ককে। সামনেই নির্বাচন, এই আবহেই রাজনীতির অলিগলিতে এখন জল্পনা চিরঞ্জিত কি এবার টিকিট পাচ্ছেন না?

সোমবার তৃণমূল কংগ্রেসের একটি সভা ছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল চিরঞ্জিতকে। তবে তিনি অনুপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন তিনি আসেননি। তাহলে কি ২০২৬-এ চিরঞ্জিত চক্রবর্তী টিকিট পাবেন না কনফার্ম হয়েছেন সেই কারণে তিনি আসছেন না?

ইতিমধ্যে বারাসতজুড়ে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ডাক্তার বৈদ্যনাথ দস্তিদারের দাঁড়ানোর কথা চলছে। কানাঘুষো তেমনটাই শোনা যাচ্ছে। চিরঞ্জিতের না আসা নিয়ে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, নিমন্ত্রণ করা হয়েছে। তিনি কেন আসেননি সেটা বলতে পারব না।

এখানে উল্লেখ্য, গত বছরই চিরঞ্জিত নিজেই প্রার্থী হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁর জনপ্রিয়তা কমেছে, এখন আর তত ভিড় হয় না। বিধায়ক বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন আমি থাকছি কি না। তবে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীকে বলব, আমাকে ছেড়ে দিন।” সঙ্গে এও বলেছিলেন, তিনি না দাঁড়ালেও ৩৫-৪০ জন আছে যারা দাঁড়াবে। কে দাঁড়াবে, সেটা দেখা যাবে। সত্যিই কি তাঁর জনপ্রিয়তা কমছে? সে কথা যদিও সময়ই বলবে।